ম্যাচ অফিশিয়ালদের দৃষ্টিকটু ভুল, টার্গেট বাড়ল বাংলাদেশের

বৃষ্টির কারণে দুই দফা বন্ধ ছিল খেলা। নিউজিল্যান্ডের ইনিংসের ১৭ ওভার ৫ বলের পর ভারী বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে আর ব্যাটিংয়ে নামতে পারেনি ব্ল্যাককাপসরা। ফলে ১৭৩ রানের পর স্কোর বোর্ডে আর রান জমা করার সুযোগ হয়নি স্বাগতিকদের। বৃষ্টি থামলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল।
যেখানে শুরুতে জানানো হয় ১৬ ওভারে বাংলাদেশ দলের জয়ের জন্য বৃষ্টি আইনে দরকার ১৪৮ রান। তবে টাইগারদের ইনিংসের ৯ বল পর আবার সিদ্ধান্ত বদল করেন ম্যাচ অফিশিয়ালরা। বাংলাদেশের সামনে নতুন টার্গেট দেওয়া হয় ১৬ ওভারে ১৭০।
আইসিসির ম্যাচ অফিসিয়ালদের ভুলটা ধরিয়ে দিয়েছিল ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। তারা ১৬ ওভারে ১৭০ রানের লক্ষ্য দেখাচ্ছিল। শেষ অবধি তাদেরটাই ঠিক হলো। তবে তার আগে ঘটে গেছে এক খণ্ড নাটক। খেলা ৯ বল হয়ে যাওয়ার পর ফের বন্ধ হয়, অফিশিয়ালদের কাণ্ডে! বাংলাদেশের সামনে দাঁড়ায় নতুন লক্ষ্য।
এর আগে বৃষ্টিতে ভেসে যায় নিউজিল্যান্ড ইনিংসের শেষ ১৩ বল। তারপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি স্বাগতিকরা।এরপরই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়াল ১৬ ওভারে ১৭০ রান।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় কিউই সংগ্রহে ছিল ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান। ৩১ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন গ্লেন ফিলিপস।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৭৩/৫ (গাপটিল ২১, অ্যালেন ১৭, কনওয়ে ১৫, ইয়াং ১৪, ফিলিপস ৫৮*, চাপম্যান ৭, মিচেল ৩৪*; সাইফ ১/৩৫, তাসকিন ১/৪৯, শরিফুল ১/১৬, মেহেদি ২/৪৫)।
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 30, 2021