আইপিএল না খেলা নিয়ে কি ভাবছেন শাদাব

টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার পাকিস্তানের শাদাব খান। মাত্র ২৪ বছর বয়সেই পাকিস্তান ক্রিকেটের অন্যতম বড় ভরসা হয়ে উঠেছেন এই লেগ স্পিনার। নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি তো বটেই, বাইরের সব নামীদামী টি-টোয়েন্টি লিগেও কদর আছে শাদাবের।
তবে, সবখানে নিজের ক্রিকেট সামর্থ্যের জানান দিলেও বিশ্বের সবচেয়ে নামী ক্রিকেট লিগ আইপিএল কখনো খেলা হয়নি তার। রাজনৈতিক বিবেচনায় পাকিস্তানি ক্রিকেটারদের জন্য ভারতের এই লিগের দরজা বন্ধ। আর এ কারণেই বিশ্বের নামী লিগটা মিস করছেন এই অলরাউন্ডার।
তবে, আইপিএল খেলতে না পারলেও বিষয়টিকে বড় করে দেখতে চান না শাদাব খান। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতিটাই তার কাছে মুখ্য।
আইপিএলে অংশ নিতে না পারা পিছিয়ে দিচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে শাদাব জানান, ‘আইপিএলে পারফর্ম করলে সেই ক্রিকেটারের প্রতি মানুষের আগ্রহ ও তার সুনাম বেড়ে যায়। এটা অন্যতম একটা কারণ। তবে আমার মতে, দিন শেষে আপনার আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স অন্য সবকিছুর চেয়ে আপনাকে বেশি সন্তুষ্টি দেয়। আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়া উচিত।’
আইপিএল না খেলেও অবশ্য শাদাবের এমন বক্তব্যের সাথে অমত করা চলে না। স্বীকৃত টি-টোয়েন্টিতে শাদাবের ফর্ম যে কোনো দলের জন্য বেশ কার্যকর। ব্যাট হাতে ফিনিশার হিসেবে শাদাবের স্ট্রাইক রেট ১৩৭ এর বেশি। বল হাতেও সমান দক্ষ এই স্পিনার। ৯২ ম্যাচে মাত্র ৭ ইকোনমি রেটে নিয়েছেন ১০৪ উইকেট।
ক্রিকেট ক্যারিয়ারে অনেকের সান্নিধ্য পেয়েছেন পাকিস্তানের এই তারকা। তবে এর মাঝেও রশিদ খানের নামটাই উচ্চারণ করলেন আলাদাভাবে। জানালেন, আফগান এই তারকার কারণে ক্যারিয়ারে উন্নতি ঘটেছে তার।
‘বর্তমানে বিশ্বের সেরা বোলার রশিদ। ওর সঙ্গে দেখা হলেই ওর কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করি। খেলা সম্পর্কে ওর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করি। কারণ, ও সব জায়গায় খেলেছে, সব জায়গায় পারফর্ম করেছে। ২০২০-২১ সালের দিকে আমাকে বেশ সংগ্রাম করতে হয়েছে। ও যেহেতু আমাকে ক্যারিয়ারের শুরু থেকে অনুসরণ করেছে, বোলিং রানআপের সময় আমার লাফটা একটু বেশি উঁচুতে হয়ে যায়, আমি এটা নিয়ে কাজ করেছি। সৌভাগ্যক্রমে আমি ফলও পেয়েছি।’
জেএ