‘ম্যাচটা তুই জেতাবি’, শরিফুলকে বলেন হৃদয়

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নাটকীয়তার মাধ্যমে জয়লাভ করেছে বাংলাদেশ দল। শেষ ওভারে এসে টাইগারদের প্রয়োজন ছিল ৫ বলে ২ রান, তখনই চরম নাটকীয়তা দেখেছে টিভিরস্ক্রিনের সামনে থাকা দর্শকদের পাশাপাশি সিলেট স্টেডিয়ামে থাকা দর্শকরাও। এ সময় পরপর তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করে বসেন আফগান বোলার করিম জানাত।
পরবর্তীতে ২ বলে প্রয়োজন হয় ২ রান, তখন ক্রিজে আসেন পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে নন-স্ট্রাইকে থাকা তাওহীদ হৃদয় শরিফুলকে সাহস দিয়ে বলেন তুই জেতাবি ম্যাচটা। এরপর তো পঞ্চম বলে চারই মেলে দিলেন শরিফুল, রাখলেন বন্ধুর কথা। ২ উইকেটের জয় নিয়ে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে এমন কথায় জানান হৃদয়।
ডানহাতি এই ব্যাটার বলেন, ‘আমার বিশ্বাস ছিল সবার ওপরে। কারণ, তাসকিন ভাই, নাসুম ভাই, এমনকি শরিফুল, সবাই খুব ভালো ব্যাটিং করে। ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে তাসকিন ভাই পরপর দুটি চার মারার পর আমরা ম্যাচ জিতে গেছি।’
‘শরিফুলের ওপর বিশ্বাস আমার ছিল আগে থেকেই, কারণ ওর সম্ভাবনা আমি জানি। আমরা একসঙ্গে অনূর্ধ্ব-১৯ দল থেকে খেলছি এবং সে বড় বড় ছয় মারতে পারে। শরিফুল আসা পর্যন্ত আমার তাই বিশ্বাস ছিল। শরিফুলকে একটা কথাই বলেছিলাম, ব্যাটে বল না লাগলেও দৌড়াবি। পরে শেষদিকে বলেছি, ম্যাচটি তুই-ই জেতাবি।’ যোগ করেন হৃদয়-
এসএইচ/এমএ