তিনবার বদলালো বাংলাদেশের লক্ষ্য, ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি

১৪৮, ১৭০ এরপর ১৭১! তিনবার বদলে গেল বাংলাদেশ দলের লক্ষ্য। টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো তো কোনও রাখঢাক না রেখে ম্যাচ শেষে সোজা জানিয়ে দিলেন, এমন ঘটনা জীবনে আর দেখেননি তিনি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লক্ষ্য নিয়ে ‘ভজকট’, ভুগিয়েছে দুই দলকেই। তাতে বিপত্তি বেশি হয়েছে বাংলাদেশ দলের। ম্যাচ শেষে অবশ্য ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি। ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদদের।
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে টার্গেট নিয়ে ‘নাটক’ শুরু হয় বাংলাদেশ দল ব্যাট করতে নামলে। বৃষ্টির কারণে দুই দফা বন্ধ ছিল নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। কিউইদের ইনিংসের ১৭ ওভার ৫ বলের পর ভারী বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে আর ব্যাটিংয়ে নামতে পারেনি তারা। ফলে ১৭৩ রানের পর স্কোর বোর্ডে আর রান জমা করার সুযোগ হয়নি স্বাগতিকদের।
বৃষ্টি থামলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। যেখানে শুরুতে টাইগারদের সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় ১৬ ওভারে ১৪৮ রানের। তবে এ লক্ষ্য যে সঠিক নয়, সে ভুল ধরিয়ে দিয়েছিল ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। তারা ১৬ ওভারে ১৭১ রানের লক্ষ্য দেখায়। বাংলাদেশের ইনিংসের ৯ বল খেলা হলে হুশ ফেরে ম্যাচ অফিশিয়ালদের।
ম্যাচ রেফারি জেফ ক্রো এবং চতুর্থ আম্পায়ার শন হেগ হিসেব কষে দেখেন ১৪৮ রান নয়, জয়ের জন্য প্রয়োজন ১৭০ রান। ৯ বল পর খেলা থামিয়ে জানানো হয় নতুন লক্ষ্যের কথা। তবে শেষপর্যন্ত সে টার্গেটেও স্থির থাকেননি তারা। ১৩ ওভার পর জানানো হয়, ইএসপিএন-ক্রিকইনফোর করা হিসেবই সঠিক। জয়ের জন্য করতে হবে ১৭১ রান।
ম্যাচ অফিশিয়ালদের এমন দৃষ্টিকটু ভুল একেবারেই ভালো চোখে দেখেননি খোদ নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমি নিশাম। আইপিএলের কারণে চলমান সিরিজে খেলছেন না তিনি। এক টুই্ট বার্তায় নিশাম লিখেছেন, ‘কত রানের লক্ষ্যে ব্যাট করছেন, তা না জেনে কীভাবে রান তাড়া শুরু করা সম্ভব? এটা স্রেফ পাগলামি।’
ম্যাচ শেষে অবশ্য দুই দলের কাছেই ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। ভুল স্বীকার করে বলেছেন, খেলা শুরুর আগেই দুই দলের হাতে ডিএলএস-এর তালিকা পৌঁছে যাওয়া উচিত ছিল। পরে তার ক্ষমা চাওয়ার বিষয়টি বাংলাদেশ দলের সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ‘দুটি দলকে শুরুতে ডিএলএস-এর তালিকা দেওয়া যায়নি। ইনিংসের শুরুতে আম্পায়ারদের রানের লক্ষ্য জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দুই দলই বারবার পরিবর্তিত লক্ষ্য জানতে চাইছিল। তখন ডিএলএস-এর তালিকা দেওয়ার দরকার পড়ে। ফলে বাংলাদেশ ইনিংসের ১ ওভার ৩ বল পর খেলা থামাতে হয়।’
টিআইএস