ভোরে অভিষেক ম্যাচে নামছেন মেসি, দেখবেন যেভাবে

সব আনুষ্ঠানিকতা শেষে এবার নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন আর্জেন্টাইন মহাতারকা তারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার লিগ কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষেক হয়ে যেতে পারে মেসির। সময় ব্যবধানের কারণে বাংলাদেশ সময় শনিবার ভোর ৬ টায় শুরু হবে ম্যাচটি।
যদিও ক্রুজ আজুলের বিপক্ষে মেসিকে শুরু থেকে দেখা যাবে এমন কোনো নিশ্চয়তাও নেই। ক্লাবের কোচ জেরার্ডো টাটা মার্টিনো পুরো বিষয়টাই ছেড়ে দিয়েছেন মেসির উপরেই। ‘এখন পর্যন্ত আমি যা দেখেছি, সে খেলার জন্য ফিট আছে এবং আশা করছি শুক্রবারের ম্যাচে থাকতে পারবে। তবে শুরু থেকে নাকি বিরতির পর থেকে খেলবে সে সিদ্ধান্ত আমরা এখনও নেইনি।’
আরও পড়ুন: মেসির জার্সি পেতে প্রতিপক্ষ ফুটবলারদের কাড়াকাড়ি
অন্যদিকে, ক্লাবের মালিক ডেভিড বেকহ্যাম অবশ্য চান মেসিকে আরও কিছুটা সময় দিতে, ‘একটা কঠিন ম্যাচ। আমরা জানি, ভালো কিছু খেলোয়াড়ের সমন্বয়ে আমরা বেশ দারুণ একটি ক্লাব। আমরা জানিনা, মেসি পুরো ম্যাচ খেলবে নাকি বদলি হিসেবে নামবে। কারণ। সবকিছুর পর, তাকেও তৈরি হবার সময় দিতে হবে। আমাদের তার খেয়াল রাখতে হবে আর এটা নিশ্চিত করতে হবে, সে পুরোপুরিই তৈরি। কারণ, এতদিন সে ছুটিতে ছিল। এখন ছুটি শেষে কেবলই মায়ামি এসেছে। সে অনুশীলন শুরু করেছে আর বিষয়টা আমাদের জন্য বেশ ভালো।’
Primeros días en Miami! Quiero agradecer a la gente por el recibimiento desde que llegué a esta ciudad. Estoy muy...
Posted by Leo Messi on Thursday, July 20, 2023
তবে মেসি নিজেও মুখিয়ে আছেন এই ম্যাচে অংশ নিতে। ক্লাবের সাথে পরিচিত হবার দিনেই জানিয়েছেন শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) ম্যাচে অংশ নিতে আগ্রহী তিনি। ভক্তদের সেই ম্যাচের জন্য আমন্ত্রণও জানিয়ে রেখেছেন সময়ের সেরা এই তারকা। এদিকে, ম্যাচটির টিকিটের দাম আকাশচুম্বী হওয়া সত্ত্বেও টিকিট সব সোল্ড আউট হয়ে গেছে।
আরও পড়ুন: মেসির মায়ামি আগমন : আমেরিকান ফুটবলে এর প্রভাব ও বাণিজ্য
খেলা দেখবেন কিভাবে?
বাংলাদেশ থেকে এমএলএসের খেলা দেখার জন্য নির্ধারিত কোনো টিভি চ্যানেল নেই। তবে অ্যাপল প্লাস টিভির সাহায্যে মেসির অভিষেক ম্যাচ দেখতে পাবেন ভক্তরা। শুধুমাত্র অ্যাপল ব্যবহারকারীদের জন্যই তাই সুযোগ থাকছে মেসির খেলা দেখার। তবে সে জন্য অবশ্য অ্যাপল প্লাস টিভিতে সাবস্ক্রাইব করতে হবে ব্যবহারকারীদের। অ্যাপল প্লাস টিভির এমএলএস পাস ব্যবহার করে দেখা যাবে ইন্টার মায়ামি এবং ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচটি।
এফআই