ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন সিরাজ

দুই টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের নাকানি-চুবানি খাইয়েছেন ভারতীয় বোলাররা। তবে সেখানে পেসারদের চেয়ে বেশি উজ্জ্বল অশ্বিন-জাদেজারা। এমন দাপটের পরও দ্বিতীয় টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়ে যায়। ১-০ ব্যবধানে রোহিত শর্মাদের সিরিজ জয়ের পর এবার তাদের সামনে ওয়ানডে মিশন। কিন্তু তার আগেই ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। গোড়ালিতে চোট পাওয়ায় মোহাম্মদ সিরাজকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।
যদিও কিছু কিছু ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপ বিবেচনায় মোহাম্মদ শামির পর সিরাজকেও বিশ্রামে পাঠিয়েছে বিসিসিআই। অথচ ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে শামিকে না রাখলেও সেখানে ছিল সিরাজের নাম। এছাড়া দলের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ না থাকায় বিগত সিরিজগুলাতে রোহিতের দল তার অভাব টের পেয়েছে। তবে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার শেষ ধাপে আছেন, ইতোমধ্যে বোলিং প্র্যাক্টিসও করছেন বুমরাহ।
আরও পড়ুন >> পাক-ভারত লড়াই : ১০ সেকেন্ডের মূল্য ৩৯ লাখ
এর আগে ধারণা করা হয়েছিল, যেহেতু ওডিআই সিরিজে শামি নেই, তাই পেস অ্যাটাকে নেতৃত্ব দেবেন সিরাজ। কিন্তু সেটি আর হচ্ছে না। ওয়ানডেতে না খেলিয়ে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে তাকে। কারণ হিসেবে বিসিসিআই জানিয়েছে, গোড়ালিতে হালকা চোট পেয়েছেন তিনি। সেই জন্য তাকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল টিম।
— Cricbuzz (@cricbuzz) July 27, 2023
সিরাজের পরিবর্তে দলে কাকে নেওয়া হবে তা এখনও জানায়নি বিসিসিআই। সেক্ষেত্রে টেস্টে অভিষেক হওয়া মুকেশ কুমারকে ওই সিরিজে দেখা যেতে পারে, টেস্টে তিনি ২ উইকেট পেয়েছিলেন। তবে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পেস বিভাগে কোনো সিনিয়র বোলারের দেখা মিলবে না। সেখানে বড় পরীক্ষা হবে শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাটদের। আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ওডিআই সিরিজ
এরপর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি-টোয়েন্টিতে নামবে ভারত। যদিও সেই দলে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মারা। সিরাজকে সেই স্কোয়াডে আগে থেকেই রাখা হয়নি। ফলে সংক্ষিপ্ত ফরম্যাটটিতে ভারতীয়রা তরুণ নির্ভর দল নিয়েই খেলতে নামবে।
এএইচএস