জুডোতে আনসার-বিজিবি চ্যাম্পিয়ন

আন্তঃবাহিনী জুডোর পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। আজ (শুক্রবার) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী খেলা শেষে পুরুষ বিভাগে বিজিবি তিনটি করে স্বর্ণ ও রুপা এবং চারটি ব্রোঞ্জ জিতে সেরা হয়। সেনাবাহিনী দুটি স্বর্ণ, চারটি রুপা ও সাতটি ব্রোঞ্জ জিতে হয় রানার্স-আপ।
মেয়েদের বিভাগে ছয়টি স্বর্ণ এবং চারটি করে রুপা ও ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয় আনসার। সেনাবাহিনী একটি স্বর্ণ, দুটি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতে রানার্স-আপ হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জুডো ফেডারেশনের সভাপতি ফয়জুর রহমান। এ সময় ফেডারেশনের সাধারন সম্পাদিকা কামরুন নাহার হিরু উপস্থিত ছিলেন। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি লে. জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক শেখ কামাল রোলার স্কেটিং প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। আজ ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টে মেয়েদের চারটি (৪-৬, ৭-৯, ১০-১২ ও ১৩-১৫ বছর বয়স) ও ছেলেদের (৫-৭, ৮-১০ ও ১১-১৩ বছর বয়স) গ্রুপে খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব ও রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় স্কেটিংয়ের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।
এজেড/এএইচএস