পাঁচ মহাতারকা ছাড়া শেষ কবে খেলেছিল বাংলাদেশ?

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ- শেষ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটে রীতিমতো মহিরুহ হয়ে দাঁড়িয়েছিলেন এই পাঁচ মহাতারকা। প্রথম চারজনের পর সবশেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ফলে ১৫ বছরেরও বেশি সময় পর এই পাঁচজনকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ।
মাশরাফিকে দলেই রাখা হয়নি; নিউজিল্যান্ড সফরের আগে সাকিব নিয়েছেন ছুটি; ওয়ানডে সিরিজের পর দেশে ফিরে এসেছেন তামিমও। মুশফিককে টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই মাঠের বাইরে রেখেছে চোট। একই কারণে আজ মাহমুদউল্লাহ রিয়াদকেও পাচ্ছে না বাংলাদেশ। এর ফলে ৫৫১১ দিন আর বছরের হিসাবে ১৫ বছর এক মাস পর এই পাঁচজনের কাউকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ দল।
২৭ ফেব্রুয়ারি ২০০৬। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেদিন শুরু হওয়া টেস্ট ম্যাচটি ক্রিকেট ইতিহাসেই বিশেষ মাহাত্ম্য বহন করে। সে ম্যাচেই যে মুত্তিয়া মুরালিধরন ১০০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন! তবে বাংলাদেশের জন্যে ওই টেস্টের বিশেষত্ব আবার ভিন্ন। সেদিনই যে সর্বশেষ বাংলাদেশ মাঠে নেমেছিল পরবর্তীতে দেশের ক্রিকেটে মহাতারকা বনে যাওয়া পাঁচজনের কাউকে ছাড়া! এর পরের ম্যাচেই চোট কাটিয়ে ফিরেছিলেন মাশরাফি। সাকিব-তামিমদের অভিষেক হয়েছিল এরপর। আর মাহমুদউল্লাহর আরও এক বছর পর।
সে ম্যাচের পর সব ফরম্যাটে বাংলাদেশ খেলেছে একে একে ৪৪১ ম্যাচ। পাঁচ মহাতারকার অন্তত একজন খেলেছেন এসব ম্যাচে। কোনো ম্যাচে তাদের কেউই নেই, এমন ঘটনা ঘটেনি কখনো। তামিম, সাকিবদের অভিষেকের পর এবারই প্রথম ঘটছে এই ঘটনা।
বাংলাদেশ টি-টোয়েন্টি যুগে প্রবেশ করেছে এ সময়ে। সঙ্গত কারণেই পাঁচ মহাতারকার কাউকে ছাড়া এটিই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি।
এনইউ/এটি/জেএস