নাসির-মুগ্ধে চ্যাম্পিয়নদের হারাল রংপুর

সংক্ষিপ্ত স্কোর-
খুলনা বিভাগ: ২২১ ও ২৫৯ (অমিত ৮৯, জিয়া ৬৪, নাহিদুল ৩০; মুগ্ধ ৬/৬৭, মাহমুদুল ২/২৪)
রংপুর বিভাগ: ৩৬৪ ও ১২০/৩ (নাসির ৪৮*, জাহিদ ৩৭; হালিম ২/৩১)
ফল: রংপুর বিভাগ ৭ উইকেটে জয়ী।
করোনার কারণে মূল দলের একাধিক খেলোয়াড়কে ছাড়াই জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মাঠে নেমেছিল রংপুর বিভাগ। যেখানে তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর বোলিং তোপের সঙ্গে নাসির হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে এনসিলের সফল দল ও বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রংপুর বিভাগের বোলার মুগ্ধ।
এবার এনসিএল হচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। যেখানে নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল রংপুর। টায়ার-১ এর ম্যাচে গত সোমবার টস জিতে আগে ব্যাট করতে নামে খুলনা। যেখানে দলের অভিজ্ঞ ক্রিকেটার তুষার ইমরান ছাড়া স্বাগতিক বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেননি খুলনার আর কোন ব্যাটসম্যান। সেঞ্চুরি হাকানো তুষার ১১৬ রানের আউট হলে ২২১ রানে থামে সফরকারীদের ইনিংস। ইনিংসে রংপুরের হয়ে একাই ৬ উইকেট তুলে নেন মুগ্ধ। মাত্র ৬৪ রান খরচ করেন তিনি।
পরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে লিড পায় রংপুর বিভাগ। দলের হয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক আরিফুল হক সর্বোচ্চ ৯৭ রানের ইনিংস খেলেন। এছাড়াও ব্যাট হাতে ধারাবাহিক নাসিরের ব্যাট থেকে আসে ৬৬ রান। ধীমান ঘোষ করেন ৪৪ রান। পরে ৩৬৪ রানে অলআউট হওয়া রংপুর ১৪৩ রানের লিড পায়। খুলনার হয়ে ৪ উইকেট পান মাসুম খান।
পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও স্বাগতিকদের লিড শোধ করে খুব বেশি রানের লক্ষ্য দাঁড় করাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ওপেনার অমিত অজুমদারের ৮৯ রানের সঙ্গে জিয়ার ৬৪ ও ইমরুল কায়সের ৩১ রানের সুবাদে স্কোর বোর্ডে ২৫৯ রান তুলতে পারে খুলনা। এতে রংপুরের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১০৬ রানের। আগের ইনিংসের মতো এ ইনিংসেও সমান ৬ উইকেট নেন রংপুরের পেসার মুগ্ধ।
ম্যাচের চতুর্থ ও শেষ দিকে এ টার্গেট টপকাতে একেবারেই বেগ পেতে হয়নি স্বাগতিকদের। আগের দিনের ১৬ রান নিয়ে আজ বৃহস্পতিবার আবার ব্যাটিংয়ে নামে তারা। এদিনও ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন নাসির। তবে লক্ষ্য ছোট থাকায় ফিফটির স্বাদ পাননি তিনি। শেষপর্যন্ত পরাজিত থাকেন ৪৮ রানে। আরেক অপরাজিত ব্যাটসম্যান শুভর ১৮ রানের সুবাদে ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য পৌছে যায় রংপুর। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রংপুর বিভাগ।
টিআইএস/এটি/এনইউ