করোনার থাবায় স্থগিত জাতীয় লিগ

মহামারি করোনাভাইরাস ফের নতুন করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। প্রভাব বিস্তার করেছে গোটা দেশে। আজ (বৃহস্পতিবার) নতুন করে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। মৃতের সংখ্যাও বেড়েই চলেছে। এরই মধ্যে করোনার বিস্তার ঠেকাতে ১৮ দফা সতর্কবার্তা ঘোষণা করা হয়েছে। এবার করোনার প্রভাবে স্থগিত হয়ে গেল চলমান জাতীয় ক্রিকেট লিগ।
করোনার কারণে ২০২০ সালের মার্চের পর বন্ধ হয়ে যায় দেশের ক্রিকেট। এরপর মাঠে ক্রিকেট ফিরলেও ঘরোয়া ক্রিকেট বন্ধ ছিল। চলতি বছরের মার্চে এনসিএল দিয়ে ঘরোয়া ক্রিকেটের লড়াই শুরু হয়। গত ২২ মার্চ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পর ২৯ মার্চ শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ড। তবে ছয় রাউন্ডের এ টুর্নামেন্ট আপাতত স্থগিত করছে বিসিবি।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লিগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত স্থগিত হওয়া এই টুর্নামেন্ট আবার কবে শুরু হবে সে সিদ্ধান্ত হয়নি।
মূলত এনসিলের তৃতীয় রাউন্ড থেকে খেলাগুলো বিকেএসপি ও কক্সবাজারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট বোর্ড। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে কক্সবাজারে যান চলাচল বন্ধ হওয়ায় টুর্নামেন্ট স্থগিতের পথে হাঁটতে হয়েছে ক্রিকেট বোর্ডকে।
করোনার মধ্যে টুর্নামেন্ট হওয়ায় ইতোমধ্যে ৮ দলের একাধিক ক্রিকেটার সংক্রমিত হয়েছেন। সিলেট বিভাগীয় দলের এমন অবস্থা দাঁড়িয়েছে যে, একাদশ তৈরি করতেই বিপাকে পড়তে হচ্ছে তাদের। এমনকি ম্যাচ অফিশিয়াল সহ কোচিং স্টাফের অনেকেই কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
টিআইএস/এটি