ব্যর্থ হৃদয়, পাত্তা পেল না জাফনা

এলপিএল অভিষেকেই ফিফটি হাঁকিয়ে জাফনা কিংসকে জিতিয়েছেন তাওহিদ হৃদয়। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডাম্বুলা অরার কাছে ৮ উইকেটে হেরেছে তার দল। ভালো শুরু পেয়েও আজ ইনিংস বড় করতে পারেননি হৃদয়। বাকিদের ব্যর্থতায় তার ২৪ রানই দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রানের বেশি করতে পারেনি জাফনা। সর্বোচ্চ ৫৬ রান করেন চারিথ আসালঙ্কা। আসালঙ্কা-হৃদয় ছাড়া কেউ ২০ রানও করতে পারেনি।
জবাবে আভিষ্কা ফার্নান্দোর ফিফটিতে (৩২ বলে ৫২) ৮ উইকেট ও ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডাম্বুলা। এ ছাড়া কুশল মেন্ডিস ২৯ ও কুশল পেরেরা করেন ৩৪ রান। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়।
আরও পড়ুন: চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম
জাফনা কিংসের ওপেনার গুরবাজ ১২ বলে ১৪ রান করে আউট হলেও আরেক ওপেনার চারিথ আসালঙ্কা টেনে নেন দলকে। দ্বিতীয় উইকেট জুটিতে সঙ্গী হিসেবে পান তাওহিদ হৃদয়কে। আগের ম্যাচে ফিফটি হাঁকানো হৃদয় অবশ্য আজ বেশি দূর যেতে পারেননি। তবে বাকিদের ব্যর্থতায় তার ২০ বলে ২৪ রানই দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ধনঞ্জয়া ডি সিলভার বলে অ্যালেক্স রসকে ক্যাচ দেওয়ার আগে হাঁকান দুইটি চার।
চতুর্থ ব্যাটসম্যান নিসেবে আউট হওয়ার আগে আসালঙ্কা করেছেন ৫২ বলে ৫৬ রান। ইনিংসে ছিল ৫ টি চার, ১ টি ছক্কা। বাকিদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ডেভিড মিলার। ১৮ বলে করেছেন ১৪ রান। জাফনাকে ১২৯ রানে আটকে দেওয়ার পথে ডাম্বুলা অরার হয়ে সর্বোচ্চ ২ উইকেট বিনুরা ফার্নান্দোর।
আরও পড়ুন: নির্বাচকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে পাপন
লক্ষ্য তাড়ায় নেমে ডাম্বুলার অরার দুই ওপেনার আভিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস ৮.১ ওভার স্থায়ী জুটিতেই তুলে ফেলে ৭৬ রান। ২৬ বলে ফিফটি ছুঁয়ে ৩২ বলে ৬ চার ৩ ছক্কায় ৫২ রান করে ফার্নান্দো আউট হলে ভাঙে জুটি। ৯ রানের ব্যবধানে ফিরেছেন কুশল মেন্ডিসও। তার ব্যাটে আসে ২৩ বলে ২৯ রান।
৮৫ রানে ২ উইকেট হারালেও সাদীরা সামারিবিক্রমাকে নিয়ে বাকি কাজ অনায়েসেই শেষ করেন কুশল পেরেরা। শেষ পর্যন্ত পেরেরা অপরাজিত ২২ বলে ৩ চার ২ ছক্কায় ৩৪ রানে।
এইচজেএস