নিউজিল্যান্ড সফর ভুলে যেতে চান মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ডে আক্ষেপ ঘোচাতে পা রেখেছিল বাংলাদেশ দল। অধরা জয়ের খরা কাটানোর মিশনে দেশ ছাড়ে টাইগাররা। কিন্তু সমীকরণ মেলাতে পারেনি। চোখে আঙুল দিয়ে নিউজিল্যান্ড দেখিয়ে দিয়েছে বাংলাদেশ দলের সঙ্গে তাদের পার্থক্য। গোটা সফর জুড়েই হতশ্রী পারফরম্যান্স। সঙ্গী হয়েছে আক্ষেপ। সফরের শেষ ম্যাচ হারের পর মাহমুদউল্লাহ রিয়াদ বললেন, এ সফর ভুলে যেতে চান তারা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টি-টোয়েটি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘অধিনায়ক হিসেবে এটা হতাশাজনক। কিন্তু তারপরও আমাদের এই সিরিজ থেকে কিছু বের করতে হবে যা নিয়ে আমরা পরের সিরিজের জন্য কাজ করতে পারব। এবং অবশ্যই আমরা এই সিরিজটি ভুলতে চাইবো।’
মাহমুদউল্লাহ আরও যোগ করেন, ‘আমরা এখানে এসেছিলাম কিছু অর্জন করতে। এখানে আগে কখনও কিছু করতে পারিনি। আমরা মুখিয়ে ছিলাম এই সফরে প্রতিযোগিতার জন্য, কিন্তু আমরা কিছু করতে পারিনি।’
এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ২৬ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জয় বঞ্চিত ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। গত ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে প্রতিজ্ঞাবদ্ধ দলের বার্তা ছিল, সে ধারা থেকে এবার বের হয়ে আসবে দল। তবে তিন ম্যাচ ওয়ানডের পর তিন ম্যাচ টি-টোয়েন্টিতে সিরিজেও হার। সবমিলিয়ে সংখ্যাটা দাঁড়াল ৩২ এ।
সফরের শেষ ম্যাচে আজ (বৃহস্পতিবার) ১৪২ রান টপকাতে গিয়ে মাত্র ৭৬ রানে অলআউট দল। বৃষ্টির কারণে টি-টোয়েন্টি ম্যাচটি নেমে এসেছিল ১০ ওভারে। যদিও চোটের কারণে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ এ ম্যাচে ছিলেন না। ম্যাচ শেষে তিনি জানালেন, কঠোর পরিশ্রম করলেও মাঠে প্রয়োগ করতে পারেনি দল। ব্যর্থ তিন বিভাগেই।
মাহমুদউল্লাহ বলেন, ‘আপনি যখন ৭৬ রানে অল আউট হবেন, তখন সেখান থেকে ইতিবাচক কিছু নেওয়ার থাকে না। আমার মনে হয় আমরা সিরিজজুড়ে আমাদের সেরা ক্রিকেট খেলিনি। আমরা এখানে আগে এসেছি, নিজেদের প্রস্তুত করেছি, কুইন্সটাউনে ভালো একটি ক্যাম্প করেছি, ছেলেরা কঠোর পরিশ্রম করেছিল, জিমে কাজ করছিল, কিন্তু আমরা মাঠে সেটি দেখাতে পারিনি।’
অস্ট্রেলিয়া দলের উদাহরণ টানেন মাহমুদউল্লাহ, ‘আমরা জানতাম এটি কঠিন হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে যে কারো খেলতে সমস্যার সম্মুখীন হতে হয়। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার জন্যও কঠিন ছিল। আমরা জানতাম আমাদের তিন বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে উড়ন্ত ফর্মে থাকা তাদের হারাতে। কিন্তু আমরা তা করতে পারিনি।
টিআইএস/এটি/এমএইচ