বাংলাদেশের ভরাডুবির কারণ খুঁজে পেলেন অধিনায়ক

শেষদিকে এসে বাংলাদেশ দলের খেলোয়াড়দের শরীরী ভাষা এমন দাঁড়িয়েছে যেন, সফর শেষ করতে পারলে রক্ষা মিলবে। নিউজিল্যান্ড সফরে হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গেছে মাহমুদউল্লাহ রিয়াদদের। শেষ ম্যাচে পর অবশ্য হতাশার কথা স্বীকার করে নিলেন টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক। জানালেন, জিততে ভুলে যাওয়ায় আত্মবিশ্বাস হারিয়েছে দল।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হার। এ ম্যাচে জয়ের সুযোগ তৈরি হয়েছিল। বাজে ফিল্ডিংয়ের কারণে সে সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। তৃতীয় ম্যাচ হার ১৬৪ রানের বিশাল ব্যবধানে। এরপর টি-টোয়েন্টি সিরিজেও একই চিত্র। প্রথমটি ৬৬ রানে হারের পর পরেরটি বৃষ্টি আইনে হার ২৮ রাননে। আজ (বৃহস্পতিবার) শেষ ম্যাচে তো রীতিমত দাড়াতেই পারেনি স্বাগতিকদের সামনে।
টানা হারে এমন ভরাডুবির পর টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমার মনে হয় আমরা আত্মবিশ্বাস হারিয়েছি হারের কারণে। যা পুরো দলকে প্রভাবিত করে। আমাদের উপায় খুঁজে বের করতে হবে জয় পেতে। দ্বিতীয় ওয়ানডেতে আমাদের সামনে কিছু সুযোগ ছিল, আমার মনে হয় আমরা খুব কাছে ছিলাম, দ্বিতীয় টি-টোয়েন্টিতেও প্রতিযোগীতায় ছিলাম। কিছু মুহূর্তের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে যেন পরের বার আমরা সেই সুযোগগুলো নিতে পারি।’
মাহমুদউল্লাহ আরও যোগ করেন, ‘আমি অনেক কিছুই বলতে পারি কিন্তু দিনশেষে আপনাকে সেটি পারফরম্যান্সে দেখাতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খুবই হতাশাজনক সিরিজ আমাদের জন্য কিন্তু আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। আমাদের যেকোনো ফরম্যাটে কিছু জয় খুবই প্রয়োজন আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে।’
দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে মাশরাফিন বিন মুর্তজা আগেই অবসর নিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাট থেকে। নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে ওয়ানডে সিরিজের পর দেশে ফিরেছেন তামিম ইকবাল। ইনজুরিতে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম।
এই ফরম্যাটের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহও ঊরুর চোটের কারণে শেষ ম্যাচ খেলতে পারেননি। ফলে ২০০৬ সালের পর প্রথমবার পঞ্চপাণ্ডব খ্যাত এই ৫ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ দল। সিনিয়রদের ছাড়া কতটা অসহায় টাইগার শিবির, তার বাস্তব চিত্র ফুটে উঠলো সফরের শেষ ম্যাচে। মাহমুদউল্লাহ জানালেন, সিনিয়রদের অভিজ্ঞতা ছড়িয়ে দিতে হবে তরুণদের মধ্যে।
মাহমুদউল্লাহর ভাষায়, ‘খুব সম্ভবত আমাদের (সিনিয়র) অভিজ্ঞতা ছড়িয়ে দিতে হবে তাদের (জুনিয়র) মধ্যে। কারণ, আমরা এখানে বেশ কয়েকবার খেলেছি। কয়েকজন দুই-এক বার খেলেছে, কয়েকজন একদমই নতুন। এবং এখানের কন্ডিশন খুবই কঠিন। আমাদের সেই অভিজ্ঞতা ছড়িয়ে দিতে হবে এবং শিখে সেটাকে আগামী বার কাজে লাগাতে হবে।’
টিআইএস/এটি