উভয় সংকটে হকি

বড় রকমের আর্থিক সংকটে পড়েছে হকি ফেডারেশন। ৪ থেকে ২৪ সেপ্টেম্বর ওমানের সালালায় ফাইভ-এ-সাইড এশিয়ান হকি টুর্নামেন্ট রয়েছে। সেই টুর্নামেন্টে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় দলের অংশ নেয়ার কথা। কিন্তু আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক প্রতিবন্ধকতা।
ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে মাঠে থাকেন পাঁচ জন। আর সবমিলিয়ে দল নয় জনের। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে নারী-পুরুষ উভয় দলের যাতায়াত ও অনুশীলন ব্যয় মিলিয়ে হকি ফেডারেশনের প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা।
কিন্তু এখানেই শেষ হচ্ছে না দুশ্চিন্তা। এত টাকা ব্যয় করে দল না পাঠালে আবার ২০ হাজার ডলার জরিমানায় পড়বে ফেডারেশন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তির বিষয়ও রয়েছে।
আরও পড়ুন: মাবিয়াদের জিমে জিমি-আশরাফুলরা
গতকাল শনিবার রাতে ওমানের ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে অংশগ্রহণ বিষয়ে হকি ফেডারেশন একটি সভা করেছে। সেই সভায় টুর্নামেন্টের সম্ভাব্য ব্যয় এবং জরিমানার বিষয় পর্যালোচনার পর উপস্থিত সবাই অংশ নেয়ার ব্যাপারে মত দিয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আর্থিক নিশ্চয়তা থাকলে আজ থেকেই ক্যাম্প এবং অনুশীলন শুরু করা যেত। এখনো কোনো আর্থিক নিশ্চয়তা পাওয়া যায়নি। সভায় সবাইকে অর্থ সংস্থানের সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে। সবাই চেষ্টা করব। দেখা যাক কতটুকু অগ্রগতি হয়।’
আরও পড়ুন: হকিতে আবাহনী-মোহামেডানকে আমন্ত্রণ, বকেয়া পাবেন জিমিরা!
গতকালের সেই সভায় নারী ও পুরুষ উভয় দলের জন্য কোচ বিকেএসপির প্রশিক্ষক জাহিদ হোসেন রাজু, ম্যানেজার তারিকউজ্জামান নান্নু ও সমন্বয়ক হিসেবে নাছিমা পারভীন পুতুলকে মনোনীত করা হয়েছে। আর্থিক নিশ্চয়তা মিললে খুব শীঘ্রই ক্যাম্প শুরু হবে। ক্যাম্প শুরু করে আর্থিক কারণে দল না প্রেরণের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় না ফেডারেশন।
হকি ফেডারেশনের অনেক কর্মকর্তাই রয়েছে আর্থিকভাবে বেশ স্বচ্ছল। ওমানের এই টুর্নামেন্টে বাংলাদেশের দুই দল অংশগ্রহণের ক্ষেত্রে কারা কতটুকু এগিয়ে আসেন সেটাই দেখার বিষয়।
এজেড/জেএ