এখনই রুমানার শেষ দেখছে না বিসিবি

কয়েকদিন আগেই সামাজিকযোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন রুমানা আহমেদ। সেখানে তিনি লিখে ছিলেন 'আর ক্রিকেট নয়'। এমন পোস্টের পর সবাই ধারণা করেছিল, ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। তবে আজ বিসিবির সঙ্গে দেখা করার পর তাকে অনুশীলনে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছে বিসিবি।
ঢাকা পোস্টকে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল বলেন, 'আমরা তাকে ডেকে কোচ-সিলেক্টরদের সঙ্গে কথা বলতে বলেছি। অনুশীলনের মধ্যে থাকতে বলেছি। সে যদি ভালো করে, রিকোভারি করে তাহলে তার ফিরে আসার সুযোগ রয়েছে সেটা তাকে বলেছি আমরা।'
আরও পড়ুন: নিজের অধিনায়কত্ব করা নিয়ে যা বললেন লিটন
কেন তিনি এমন স্ট্যাটাস দিয়েছিলেন এমন প্রশ্নে নাদেল বলেন, 'আসলে এটা নিয়ে ওইভাবে সিরিয়াসলি কিছু বলেনি। সে যেটা বলছে যে ইমোশনাল হয়ে এটা করছে। আসলে এটা নিয়ে তাকে তেমন সিরিয়াস কিছু বলিনি। সে তো অভিজ্ঞ ক্রিকেটার। তাকে তো আমরা বাদ দেইনি। এখন হয়তো সিলেক্টর বা কোচ তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় তাকে হয়তো এই মুহূর্তে রাখে নাই। এখনো তার সুযোগ আছে সে যদি অনুশীলনের মাধ্যমে থাকে, অন্যান্য জায়গায় থাকে, পারফর্মম্যান্স ভালো করে নিঃসন্দেহে রোমানাকে আবার ডাকা হবে।'
আরও পড়ুন: পরিবর্তিত সূচিতে যেমন হল বাংলাদেশের বিশ্বকাপ পর্ব
আলোচনার এ সময় প্রধান কোচ হাসান তিলেকারত্নে ছিলেন না। তবে ছিলেন নারীদের সিলেক্টর এহসানুল হক সিজান। এদিকে ঢাকা পোস্ট রোমানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এসএইচ/এইচজেএস