ক্রীড়াঙ্গনে শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ক্রীড়াপ্রেমী। তার পরিবারের সঙ্গে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তাই জাতীয় শোক দিবস ক্রীড়াঙ্গনেও গুরুত্ব সহকারে পালন হয়েছে। প্রায় প্রতিটি ফেডারেশন, ক্রীড়া সংস্থা এই দিবসে নানা কর্মসূচি করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যুব উন্নয়ন অধিদপ্তর শোক দিবসে আলোচনা সভার আয়োজন করে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সেই সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
দেশের দুই শীর্ষ ক্রীড়া সংস্থা ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ড শোক দিবসে দিনব্যাপী কর্মসূচি রেখেছিল। ফুটবল ফেডারেশন সকালে কোরআন খতম শুরু করে। দুপুরে ফেডারেশনের কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। এরপর দরিদ্রদের মাঝে খাবার বিতরণ এবং বিকেলে দোয়া মাহফিলের আয়োজন করে।
দাবা ফেডারেশন জাতির পিতার প্রয়াণ দিবস উপলক্ষে শোকসভা আয়োজন করে। দোয়া শেষে ফেডারেশনের সহ-সভাপতি তরফদার রুহুল আমিন কাঙালি ভোজ বিতরণ করেন। অন্যান্য ফেডারেশনও পৃথকভাবে দিবসটি পালন করেছে। শুধু ফেডারেশন নয়, ক্লাব পর্যায়েও শোক পালন হয়েছে। ঢাকা আবাহনী, শেখ জামালসহ আরো অনেক ক্লাবই দিবসটি গুরুত্ব সহকারে পালন করেছে।
এজেড/এফআই