শারজায় ব্রাজিলিয়ানের কাছে হারল কিংস

শক্তিমত্তায় বাংলাদেশের বসুন্ধরা কিংসের চেয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এফসি অনেক এগিয়ে। শারজায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক বাছাইয়ের ম্যাচে অবশ্য বসুন্ধরা কিংস যথেষ্টই লড়েছে। শেষ পর্যন্ত শারজাহ’র ব্রাজিলিয়ান লুয়ান পেরেইরার জোড়া গোলে হেরেছে কিংস। এক ম্যাচের প্লে-অফে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে এখন এএফসি কাপে খেলবে তারা।
মঙ্গলবার (১৫ আগস্ট) প্রথমার্ধের ইনজুরি মিনিটে পেরেরার গোলে লিড নিয়েছিল স্বাগতিক শারজাহ। বিরতির পরপর দুর্দান্তভাবে খেলায় ফিরেছিল বসুন্ধরা কিংস। প্রথম পনেরো মিনিট বেশ কয়েকটি আক্রমণ করেছিল অস্কারের শিষ্যরা। ডরিয়েল্টন ও মিগুয়েল ফেরেইরা গোলের নিশ্চিত দু’টি সুযোগও পেয়েছিলেন। তবে কিংস ফরোয়ার্ডরা গোল করতে ব্যর্থ হন।
সুযোগ পেলেও বাংলাদেশের কিংস সমতা আনতে পারেনি। উলটো ম্যাচের ৭৩তম মিনিটে পেরেরা আরেকটি গোল করেন। দুই গোলে পিছিয়ে পড়ার মিনিট দশেক পর কিংসের কোচ অস্কার তিনজন ফুটবলার একসঙ্গে নামান। নব্বই মিনিট শেষে অতিরিক্ত সময়ে আরও দুই ফুটবলার নামালেও গোল পায়নি বাংলাদেশের দলটি।
শারজাহ এফসির বিপক্ষে বসুন্ধরা কিংসের হার অনুমেয়ই ছিল। তবে ম্যাচে কিংসের পারফরম্যান্স অনুযায়ী একটি গোল অত্যন্ত প্রত্যাশিত ছিল। ম্যাচটি ১-১ সমতা আসলে ফলাফল অন্য রকম হতেও পারত। অন্যদিকে, ম্যাচের ব্যবধান আরও বেশি বাড়েনি এর কৃতিত্ব গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। প্রথমার্ধের ত্রিশ মিনিটের মধ্যে দুর্দান্ত দু’টি সেভ করেন তিনি। দ্বিতীয়ার্ধেও তিনি আরও কয়েকটি ভালো সেভ দেন।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা শুরু হলেও আবহাওয়ায় আর্দ্রতা অনেক। ভ্যাপসা গরমের কারণে রেফারি দুই অর্ধেই কুলিং ব্রেক দেন। আজ (মঙ্গলবার) কর্মব্যস্ত দিনের পরও শারজায় বাংলাদেশি প্রবাসীরা কিংসের খেলা দেখতে গিয়েছেন। কিংস সমর্থকদের মাঝে জার্সিও বিতরণ করেছে।
এজেড/কেএ