দুই ডিসিপ্লিনে রেকর্ডের দিনে বাংলাদেশ গেমসে আরও যা কিছু

বাংলাদেশ গেমসের তৃতীয় দিনে সাঁতার ও সাইক্লিংয়ে জাতীয় রেকর্ড হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ডিসিপ্লিনে সোনার নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশ গেমসের তৃতীয় দিনের উল্লেখযোগ্য ঘটনা ঢাকা পোস্টের পাঠকদের জন্য এক করা হয়েছে-
সাইক্লিংয়ে ৩টি নতুন রেকর্ড
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে নতুন দুটি রেকর্ড হয়েছে সাইক্লিংয়ে। পুরুষ ১০০০ মিটার টাইম ট্রায়ালে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস ফয়সাল হোসাইন জাতীয় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন। নারীদের ৫০০ মিটার টাইম ট্রায়ালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিশি খাতুন ও বাংলাদেশ সেনাবাহিনীর সমাপ্তি বিশ্বাস নতুন রেকর্ড গড়েন।
আর্মি স্টেডিয়ামে ১০০০ মিটার টাইম ট্রায়ালে ফয়সাল সময় নেন ১ মিনিট ২০.৪০ সেকেন্ড। ১ মিনিট ২৬.১০ সেকেন্ডে ২০১৭ সালে আগের রেকর্ডটি করেছিলেন একই দলের একরামুল ইসলামের।
১ মিনিট ২২.৩৫ সেকেন্ডে এ ইভেন্টের রৌপ্যপদক জেতেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সবুর খান এবং ১ মিনিট ২৫.১১ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন আনসারের হাদি আলম।
নারীদের ৫০০ মিটার টাইম ট্রায়ালে ৪৫.৪৭ সেকেন্ডে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিশি খাতুন। রৌপ্যপদক জয়ী সেনাবাহিনীর সমাপ্তি বিশ্বাস ৪৫.৫১ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। আগের সোনজয়ী সাইক্লিস্টের রেকর্ডটি ছিল ৪৮.৬৫ সেকেন্ডের। ফলে স্বর্ণ ও রৌপ্য দুটিতেই রেকর্ড হয়েছে। এই ইভেন্টে সেনাবাহিনীর সুমিত্রা গাইন ৪৮.৯৫ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন।
পুরুষদের এলিমেশন রেসে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তাদুর আল হাসান স্বর্ণ, একই দলের আলমগীর হোসেন রৌপ্য ও আনসারের তরিকুল ইসলাম ব্রোঞ্জপদক জেতেন। নারীদের এলিমেশন রেসে সেনাবিহনীর শিল্পি খাতুন স্বর্ণ, আনসারের চিংবাই মারমা রৌপ্য ও সেনাবাহিনীর কবিতা রায় ব্রোঞ্জপদক জেতেন। এলিমেশন রেসে কোন টাইমিং কাউন্ট হয় না।

সাঁতারে প্রথম দিনে ৩ রেকর্ড
বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদের পর সাঁতারের প্রথম দিনে রেকর্ড গড়লেন নৌবাহিনীর দুই সাঁতারু মাহমুদুন্নবী নাহিদ ও সোনিয়া খাতুন। সবমিলিয়ে প্রথম দিনে রেকর্ড হয়েছে ৩টি।
মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শনিবার ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে নাহিদ ৫৬.৭১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন। ৫৬.৮২ সেকেন্ডে পুরোনো রেকর্ড ছিল নৌবাহিনীর এ সাঁতারুই, ২০১৯ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে গড়া।
নারীদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়তে সোনিয়া খাতুন সময় নিয়েছেন ১ মিনিট ৭.১২ সেকেন্ড। ২০১৯ সালে গড়া আগের রেকর্ড ছিল নৌবাহিনীর আরেক সাঁতারু সোনিয়া আক্তার টুম্পার, ১ মিনিট ৮.৯৫ সেকেন্ডর। রেকর্ড গড়ে সোনা জয়ের পথে নৌবাহিনী সতীর্থ সোনিয়া আক্তার টুম্পাকেই হারান সোনিয়া খাতুন ।
নিজের পুরনো রেকর্ড ১ মিনিট ৮.৯৫ সেকেন্ডের রেকর্ডের চেয়ে ভালো টাইমিং করলেও রৌপ্য পদকেই সান্তনা খুঁজতে হয়েছে সোনিয়া আক্তার টুম্পাকে। শনিবার ১০০ মিটার বাটারফ্লাইয়ে এ সাঁতারুর টাইমিং ছিল ১ মিনিট ৮.৫১ সেকেন্ড।
তার আগে দিনের প্রথম রেকর্ড গড়েন সেনাবাহিনীর জুয়েল আহমেদ। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২০১৯ সালে নিজের গড়া ২ মিনিট ১৬.১৩ সেকেন্ডের রেকর্ড ভাঙতে তার সময় লেগেছে ২ মিনিট ১৬.১২ সেকেন্ড।
১১০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেই অবসরের ঘোষণা মাসুদের
১১০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জিতেছেন নৌবাহিনীর এম মাসুদ খান। ১৪.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে ট্র্যাক থেকে অবসরের ঘোষণা দেন এই হার্ডলার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ২০১৩ সালের অষ্টম বাংলাদেশেও স্বর্ণপদক জিতেছিলেন তৎকালীন বিজেএমসির এই অ্যাথলেট। জাতীয় পর্যায়ে খুব এক সাফল্য না থাকলেও এবার অবসরের ঘোষণা দিলেন। মাসুদ বলেন, ‘ইচ্ছা ছিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতে অবসর নেবো। স্বর্ণপদক জিতেছি। তাই অবসরের ঘোষণা দিয়েছি। তবে আমার সংস্থা নৌবাহিনী যদি চায়, তাহলে আমি বাহিনীর নিয়মিত কার্যক্রমে অংশ নিতে চাই।’
এই ইভেন্টে ১৪.৯০ সেকেন্ড সময় নিয়ে সেনাবাহিনীর মির্জা হাসান এবং ১৫.২০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক জেতেন নৌবাহিনীর সাইদ আহমেদ।
নারী বাস্কেটবলে স্বর্ণজয়ী চট্টগ্রাম বিভাগ
রাজধানীর ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এর নারীদের বাস্কেটবল প্রতিযোগিতায় স্বর্ণ জয় করেছে চট্টগ্রাম বিভাগীয় নারী বাস্কেটবল দল।
চার ম্যাচের সবগুলো জয় করে আট পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে আশরিন মৃধা, গোলনাহার মাহবুব মনিকা, আর্মিনা হক ও রিদিয়া ফাইরোজ আহনাদের চট্টগ্রাম বিভাগ।
রংপুর বিভাগ তিন ম্যাচ জিতে সাত পয়েন্ট নিয়ে রৌপ্য অর্জন করে। অন্যদিকে দুই ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে ব্রোঞ্জের দাবিদার হয় খুলনা বিভাগ। রংপুরের খেলোয়াড় শারমিন আক্তার সেতু, মুসলিম জাহান মুন্নী, ফেরদৌসী রিতা ও মুসকান গুপ্তা এবং খুলনার খেলোয়াড় মিম খাতুন, নাজমিন, মিথিলা আক্তার ও আমেনা খাতুন।
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এ নারীদের বাস্কেটবলে স্বর্ণপদক অর্জনকারী চট্টগ্রাম বিভাগীয় নারী বাস্কেটবল দলের ম্যানেজার তাহমিদা রাহমান মনে করেন এই আয়োজনের যা অর্জন ও ভালো খেলা তা ধরে রাখতে হলে খেলায় ধারাবাহিকতা প্রয়োজন।
বডি বিল্ডিংয়ে দ্বিতীয় দিনে প্রথম স্বর্ণ রফিকুলের
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টের দ্বিতীয় দিনে প্রথম স্বর্ণ জিতেছেন মো. রফিকুল ইসলাম। মেনস ফিজিক ১৭৩+ দৌহিক উচ্চতা শ্রেণীতে স্বর্ণ জিতে নেন রাজশাহী গোল্ডেন জিমের রফিকুল। রৌপ্য পেয়েছেন বাংলাদেশ আনসারের মাহাদী চৌধুরী। ব্রোঞ্জ জিতেছেন চট্টগ্রাম মুন্না নাইট্রিক জিমের তারেক মহিউদ্দিন।
মেনস সিনিয়র বডিবিল্ডিং ৫৫ কেজি দৌহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসারের মো. মুন্না। রৌপ্য পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এস কে পান্না। ব্রোঞ্জ জিতেছেন ঢাকা জিমের সজীব আহমেদ সামীর।
মেনস সিনিয়র বডিবিল্ডং ৬০ কেজি দৌহিক ওজন শ্রেণীতে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের কবিরাজ মো. নাজিম খান। রৌপ্য জেতেন ঢাকা গ্যালাক্সি জিমের মো. সোহান হোসেন। ব্রোঞ্জ পেয়েছেন ১০০% মাসল জিমের গোলাম মোস্তফা রাব্বি।

শ্যুটিংয়ে রায়েহানুল ও দিশার স্বর্ণ
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে আজ তৃতীয় দিন। শুটিং ডিসিপ্লিনে আজ দুটি ইভেন্টের স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। ২৫ মিটার র্যাপিড ফ্রি পিস্তল পুরুষ বিভাগে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের রায়েহানুল ইসলাম ও ৫০ মিটার রাইফেল (৩*৪০) মহিলা বিভাগের স্বর্ণ জিতেছেন আর্মি শুটিং এসোসিয়েশনের আতকিয়া হাসান দিশা।
২৫ মিটার র্যাপিড ফ্রি পিস্তল পুরুষ বিভাগে ৪৯১ স্কোর করে স্বর্ণ জেতেন রায়েহানুল। কুমিল্লা রাইফেল ক্লাবের সেলিম আজাদ ৪৮০ স্কোর করে রানার আপ। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবকে ৪৬৮ স্কোর করে ব্রোঞ্জ এনে দিয়েছেন নুর হোসেন আরিফ। ৫০ মিটার রাইফেল (৩*৪০) মহিলা বিভাগের স্বর্ণও আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের। ১১২৩ স্কোর করে আতকিয়া হাসান দিশা স্বর্ণপদক জেতেন। ১১ স্কোর কম করে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরিয়া আকতার রৌপ্য জেতেন আর ১১০৯ স্কোর করে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের নাফিসা তাবাসসুম ব্রোঞ্জ জেতেন।

কুস্তিতে আনসারের তিনটি সোনা
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে কুস্তি ডিসিপ্লিনে ইভেন্টের দ্বিতীয় দিনে (শনিবার) চারটি ইভেন্টের ফল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ আনসার তিনটি ও বাংলাদেশ সেনাবাহিনী একটি স্বর্ণপদক পেয়েছে।
৫৩ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের মাশিনু মারমা স্বর্ণপদক জিতেছেন। রৌপ্যপদক জিতেছেন সেনাবাহিনীর ফরিদা ইয়াসমিন। আর ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশ পুলিশের রহিমা ও খুলনার সুমি ইসলাম।
৫৭ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশ আনসারের রেজিয়া সুলতানা স্বর্ণপদক জিতেছেন। সেনাবাহিনীর হালিমা রৌপ্যপদক পেয়েছেন। বাংলাদেশ পুলিশের হাবিবা ও রাজশাহীর তাসলিমা ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
৫৯ কেজি ওজন শ্রেনীবাংলাদেশ সেনাবাহিনীর শারমিন আক্তার স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ আনসারের মরিয়ম আক্তার পেয়েছেন রৌপ্যপদক। ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ পুলিশের পুষ্পলতা রায় ও কুমিল্লার নিপা চাকমা।
৬২ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশ আনসারের শুকান্তি বিশ্বাস স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর আফসানা ইয়াসমিন রৌপ্যপদক পেয়েছেন। বাংলাদেশ পুলিশের রুপা বিশ্বাস ও যশোরের কমলা আক্তার ব্রোঞ্জ পদক জিতেছেন।
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস: আর্চারির উদ্বোধন
টঙ্গিস্থ আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এর আরচ্যারি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
বিকেল ৩ টায় গেমসের আরচ্যারি প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:) এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
র্যাপিড দাবায় সেরা জিয়াউর রহমান ও রানী হামিদ
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের র্যাপিড দাবায় স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।
জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে শুরু হওয়া পুরুষ একক র্যাপিড দাবায় র্যাপিড দাবার পুরুষ বিভাগে আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রৌপ্য ও বাংলাদেশ পুলিশের গ্রান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ব্রোঞ্জ জেতেন।
মহিলা একক র্যাপিড দাবায় রৌপ্য জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এবং ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন।
এজেড/এমএইচ