‘শতাব্দীর সেরা’ খেলোয়াড় রোনালদো, কোচ গার্দিওলা

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যেকার লড়াইটা হাড্ডাহাড্ডি। চলতি শতাব্দীর সেরা খেলোয়াড়ের আলোচনায় থাকেন এই দুই জন। গ্লোব সকারের মতে এই শতাব্দীর সেরা খেলোয়াড় পর্তুগিজ তারকাই। সেরা কোচ বার্সেলোনার সাবেক ও ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা।
দুবাইয়ে রোববার জমকালো অনুষ্ঠানে ৩৫ বছর বয়সী পর্তুগিজ তারকার হাতে ২০০১ থেকে ২০২০ সময়ের সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয়। চির প্রতিদ্বন্দী লিওনেল মেসি ও ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচোকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন রোনালদো।
রোনালদো এই সময়টাতে জিতেছেন রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে দুটি লা লিগা, জুভেন্টাসের হয়ে দুটি সেরি আ। পর্তুগালের হয়ে একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশন্স লিগ জিতেছেন তিনি।
গ্লোব সকার অ্যাওয়ার্ডে ২০১১ সাল থেকে বর্ষসেরা ফুটবলার হন রোনালদো। এরপর টানা চতুর্থ ও মোট ষষ্ঠবারের মতো পুরস্কারটি পেয়েছেন এই প্লেমেকার। এবার চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩৪ গোলের মালিক পেলেন আরেকটি বড় স্বীকৃতি।
পুরস্কার জয়ের পর রোনালদো জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা, ‘এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না। পেশাদার ক্যারিয়ারে ২০ বছরে পা দিচ্ছি আমি, এই সময় এই পুরস্কার আমার জন্য অনেক আনন্দ ও সম্মানের।’
তবে চলতি বছরের বর্ষসেরা পুরস্কারটা মেসি-রোনালদো পাননি, সেটা উঠেছে ফিফা দ্য বেস্ট রবার্ট লেভানডফস্কির হাতে। বছরের সেরা কোচের পুরস্কার পেয়েছেন বায়ার্নের হান্সি ফ্লিক।
এমএইচ/এটি