দেশে ফিরে মুখ লুকালেন সিনিয়ররা, কথা বললেন নাসুম

নিউজিল্যান্ড থেকে ব্যর্থ এক সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অর্জনের ঝুলি একেবারেই শূন্য। ব্যর্থতার ফিরিস্তি কেইবা দিতে চাইবে? সবাই যেন মুখ লুকিয়ে পালালেন। দলের নবীন সদস্য নাসুম আহমেদকেই পাঠানো হলো গণমাধ্যমের সামনে। যেখানে নাসুমের সহজ স্বীকারোক্তি, আমাদের দ্বারা হয়নি।
আজ রোববার দেশে ফিরে নাসুম জানান, ‘সত্য কথা বললে আমাদের দ্বারা হয়নি। আমরা যে খারাপ খেলছি বা...! আমাদের দ্বারা হয় নাই, এই আর কি। এর চেয়ে বেশি কিছু না। চেষ্টা করছি নিজের মতো। যেহেতু পেশাদার ক্রিকেটার, সব জায়গায় সবকিছুর সাথে মানিয়ে নিতে হবে। তো আমিও চেষ্টা করেছি।’
বাঁহাতি অলরাউন্ডার নাসুম আরও বলেন, ‘আমাদের একটা চিন্তাভাবনা ছিল যে আমরা ম্যাচ জিতব। কিন্তু হয়নি। তাই এজন্য এ কথা। তারপরও আমরা চেষ্টা করছি। আমাদের দ্বারা হয় নাই। আমি তো প্রথমেই বললাম, আমরা পারতাম, আমাদের দ্বারা হয় নাই।’
নিউজিল্যান্ড সফরে গিয়ে অসহায় আত্মসমর্পণ টাইগারদের। প্রায় ৪০ দিনের সফর শেষ করে দেশে ফিরল ক্রিকেট দল। তবে এ সফর থেকে খালি হাতে আসতে হয়েছে তাদের। কিউইদের বিপক্ষে সিরিজে অসহায়ত্ব ছাড়া প্রাপ্তি নেই লাল-সবুজের প্রতিনিধিদের। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও একই পরিণতি।
এজন্য নিজেদের উইকেটের চরিত্রকে দুষলেন নাসুম। জানালেন, ‘আমার মনে হয় আমরা উইকেটের দিক দিয়ে একটু পিছিয়ে আছি। কারণ আমাদের দেশের উইকেট আর ওখানের উইকেট পুরোপুরি আলাদা। এদিক দিয়ে একটু পিছিয়ে আছি। ওখানে পেসবান্ধব উইকেট ছিল। তারপরও চেষ্টা করছি স্পিনাররা ভালো কিছু করার। আমরা ভালোও করছি।’
নিউজিল্যান্ড সফরে বাংলাদশ দলকে বেশি ভুগতে হয়েছে ফিল্ডিং বিভাগে। প্রতি ম্যাচেই একাধিক ক্যাচ ছেড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ইনিংস বড় করার সুযোগ দিয়েছেন।
সেই ফিল্ডিং প্রসঙ্গে জানাতে গিয়ে নাসুম বললেন, ‘দেড়-দুই মাস থাকলে আমাদেরও ফিল্ডিংয়ে উন্নতি হতো। কারণ এক নম্বর ওখানের আকাশ অনেক পরিষ্কার। আর দুই নম্বর ওখানের ওয়েদার আমাদের ওয়েদারের মতো না। পুরোপুরি আলাদা। আমাদের একটু সময় লাগতো। হয়তোবা আমরা যদি ১৫ দিন বা আরেকটু ক্যাম্প করতে পারতাম, তাহলে আরেকটু ভালো হতো।’
টিআইএস/এটি/এনইউ