নেইমারকে ‘অসভ্য’ বলল পিএসজি সমর্থকরা

কদিন আগেই ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের কড়া সমালোচনা করেছিলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার পল ব্রাইটনার। বিশ্বকাপজয়ী এই জার্মান ফুটবলারের মত, নেইমার একেবারেই ‘ভুয়া’। এমনকি আল-হিলাল তাকে দলে নেওয়ার কারণে সৌদি জনগণকেও ধন্যবাদ জানিয়েছিলেন ব্রাইটনার।
এবার নেইমারকে নিয়ে এমনই কটূক্তি করেছে পিএসজির কড়া সমর্থকরা। পিএসজি আল্ট্রাস নামে পরিচিত এই সমর্থকগোষ্ঠী শনিবার রাতে হাজির হয়েছে বড় এক ব্যানার নিয়ে। তাতে লেখা, ‘নেইমার: অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে।’
— PSG Report (@PSG_Report) August 26, 2023
লিওনেল মেসি আর নেইমারের সঙ্গে সমর্থকদের বিরূপ মনোভাবের বিষয়টি অবশ্য মোটেই একপাক্ষিক না। লাতিনের দুই তারকাই রীতিমতো বিরক্ত ছিলেন পিএসজির প্রতি। দুজনকেই ঘরের মাঠে নিয়মিত দুয়ো শুনতে হয়েছে। সমর্থকদের সঙ্গে দূরত্ব বেড়েছে প্রতিদিনই।
মেসি তো নিজেই জানিয়েছেন, পিএসজিতে খুব একটা সুখী ছিলেন না তিনি। নেইমারও খুব একটা স্বস্তি পেয়েছেন এমন না। বাড়ির সামনে বিক্ষোভ, মাঠে দুয়ো সবই সইতে হয়েছে তাকে। ৬ বছর ক্লাবে থেকেও সমর্থকদের এমন মননা পাওয়ার ঘটনা খানিক বিরলই বটে।

তবে শুধু নিজের মাঠেই কীর্তি শেষ করেনি পিএসজি সমর্থকর। যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামের বাইরে ব্যানার ঝুলিয়েছে তারা। সেখানে লেখা ছিল, ‘মেসি: অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে’।
পিএসজিতে অবশ্য একেবারেই ব্যর্থ ছিলেন না মেসি এবং নেইমার। নেইমার জিতেছেন ১৩টি শিরোপা আর মেসি দুই বছরে পেয়েছেন দুই লিগ শিরোপা। কিন্তু তারপরেও সমর্থকদের মন পাওয়া হয়নি তাদের। দুজনের কাছে পিএসজি সমর্থকদের প্রত্যাশা ছিল চ্যাম্পিয়ন্স লিগের। সেটা আর হলো কই। সে কারণেই হয়ত ‘অসভ্য’ তকমা জুটেছে তাদের কপালে।
জেএ