বড় ব্যবধানে পিছিয়ে থেকে অলআউট পাকিস্তান

কেইন উইলিয়ামসনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু নিজেদের প্রথম ইনিংসে ঠিকঠাক জবাবটা দিতে পারেনি পাকিস্তান। স্বাগতিকদের চেয়ে ১৯২ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে অলআউট হয়েছে সফরকারীরা।
৩০ রানে এক উইকেট নিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। তৃতীয় দিনে মাত্র ৯ রান যোগ করতেই উইকেট হারায় তারা। ১০৪ বলে ৩ চারে ২৫ রান করে সাজঘরে ফেরেন আবিদ আলী।
স্কোরকার্ডে একশ রান তোলার আগেই ছয় উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ।
মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ফাহিম। ১৩৪ বলে ১৫ চার ও ১ ছক্কায় ৯১ রান করে জেমিসনের বলে আউট হন তিনি। ১৪২ বলে ৭১ রান করে রান আউটে কাটা পড়েন অধিনায়ক রিজওয়ান।
এই দুই জনের বিদায়ের পর ২৩৯ রানেই থামে পাকিস্তানের ইনিংস। কিউইদের পক্ষে কাইল জেমিনসন নেন তিন উইকেট। দুইটি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও নেইল ওয়েগনার।
এমএইচ/এটি