না খেলেই ৮ কোটি টাকা পাবেন তিনি

গত মৌসুমে নিজের দল দিল্লি ক্যাপিটালসকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে তুলেছিলেন শ্রেয়াস আয়ার। এই মৌসুমেও তার কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা ছিল দিল্লির। কিন্তু ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন আয়ার। তবে না খেললেও, ঠিকই ৮ কোটি টাকা পাবেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়াস। তাতে ছিটকে গেছেন এবারের আইপিএলের পুরো মৌসুম থেকে। তবে তাতে আর্থিকভাবে কোনও ক্ষতি হচ্ছে না তার। চুক্তি অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় পুরো ৮ কোটি টাকাই পাবেন তিনি।
বিসিসিআইয়ের ইন্সুরেন্স পলিসির কারণেই পুরো টাকা পেয়ে যাচ্ছেন ২৬ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান। যেখানে লেখা আছে, দেশের সঙ্গে চুক্তিবদ্ধ কোনও খেলোয়াড় যদি চোট বা দুর্ঘটনায় আইপিএল থেকে ছিটকে যান তবে পুরো অর্থটাই ক্ষতিপূরণ হিসেবে পাবেন তিনি।
ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শ্রেয়াস। স্ক্যান করে দেখা যায়, তার কাঁধের হাড় সরে গিয়েছে, ফলে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে। চোটের ফলে আইপিএল তো বটেই জুলাই মাসে ইংল্যান্ডের ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলাও শঙ্কায় পড়েছে শ্রেয়াসের। ক্লাবটির হয়ে ইংল্যান্ডে একটি ওয়ানডে টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল তার।
এদিকে আইপিএলে শ্রেয়াসের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস তার জায়গায় ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে তরুণ ঋষভ পান্তকে। তাকে ইতোমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন শ্রেয়াস। এই উইকেটরক্ষকের নেতৃত্বে দল সাফল্য পাক সেটাই চান তিনি।
এমএইচ/এটি