করোনা : বাংলাদেশে ফুটবলের সব কার্যক্রম স্থগিত

সরকার পুরোপুরি লকডাউন ঘোষণা না করলেও যান চলাচলসহ আরও অনেক বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সরকারের নির্দেশনা অনুসরণ করে আগামীকাল (সোমবার) থেকে সকল ফুটবলীয় কার্যক্রম বন্ধ রাখছে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আজ (রোববার) বিকেলে এই প্রসঙ্গে বলেন, ‘চলমান পরিস্থিতিতে আমরা আগামীকাল থেকে তৃতীয় বিভাগ ফুটবল লিগ, নারী ফুটবলসহ সব স্থগিত রাখছি। লকডাউন শেষ হওয়ার এক সপ্তাহ পর লিগগুলো পুনরায় শুরু হবে।’
৯ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। স্বাভাবিকভাবেই সেটা পিছিয়ে যাচ্ছে। দ্বিতীয় লেগ শুরুর আগে চলছে মধ্যবর্তী দলবদল। মধ্যবর্তী দলবদল শেষ হওয়ার সময়সূচি ৭ এপ্রিল।
ফিফার কাছে বাফুফে সময় বৃদ্ধির জন্য চিঠি দিয়েছে, ‘এই পরিস্থিতিতে ক্লাবগুলোর খেলোয়াড় নিবন্ধন করা বেশ কষ্টসাধ্য। তাই আমরা ফিফার কাছে অনুরোধ জানিয়েছি এই সময় বৃদ্ধি করার। আগামীকালের মধ্যে ফিফাকে এই বিষয়টি জানানোর অনুরোধ জানিয়েছি’ বলেন সোহাগ।
লকডাউন বৃদ্ধি হলে সেক্ষেত্রে লিগ স্থগিতের মেয়াদও বাড়বে। বিষয়টি স্পষ্ট করেই জানালেন বাফুফে সাধারণ সম্পাদক, ‘আমরা সংশ্লিষ্ট ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে লকডাউন বা এই পরিস্থিতি শেষ হওয়ার সাত দিন পর খেলা মাঠে গড়াবে।’
বাফুফের নিজস্ব ব্যবস্থাপনা ছাড়াও বাংলাদেশ গেমসে চলছে ফুটবল ডিসিপ্লিন। সরকারের নির্দেশনা পেয়ে গেমসের আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বাফুফেকে সূচি পুনরায় বিবেচনার অনুরোধ জানিয়েছে।
এই প্রসঙ্গে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা মহিলা ফুটবলের ফাইনাল আগামীকালের পরিবর্তে আজই আয়োজন করছি। পুরুষ ফুটবল চলছে কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। সেটাও একদিন এগিয়ে এনে ৭ এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনা করছি।’
এজেড/এমএইচ/এটি