পুরুষ হকিতে শোচনীয় পরাজয়

বিশ্বকাপ বাছাই এশিয়া ফাইভ এ সাইড হকির নারী ইভেন্ট শেষ হয়েছে গতকাল। আজ থেকে শুরু হয়েছে পুরুষ ইভেন্ট। বাংলাদেশ পুরুষ দলের শুরুটা খুবই বাজে হয়েছে। শক্তিশালী ভারতের বিপক্ষে ১৫-১ গোলের ব্যবধানে হেরেছে।
ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে ভারত। বাংলাদেশ গোল হজমের পরপরই ম্যাচে সমতা আনে। সারোয়ার ফিল্ড গোল করেন। সেটাই ম্যাচে বাংলাদেশের প্রথম এবং শেষ গোল। এরপর ভারত গোলের পর গোল করতে থাকে। ত্রিশ মিনিটের ম্যাচে ভারত ১৫ বার বাংলাদেশের পোস্টে বল প্রবেশ করিয়েছে।
বাংলাদেশ জুনিয়র হকি দল ফাইভ এ সাইড হকিতে আগে খেলেছে। সিনিয়র খেলোয়াড়রা আগে এই খেলায় অংশগ্রহণ করেননি। আজই এই সংস্করণে অভিষেক হয়েছে অসীম,সারওয়ারদের। বড় ব্যবধানে হেরে খুবই বাজে অভিজ্ঞতার শিকার হলেন তারা।
নারী দল পড়েছিল চ্যালেঞ্জার গ্রুপে। পুরুষ দলে পড়েছে এলিট গ্রুপে। এই গ্রুপে এশিয়ার সব শীর্ষ দেশই রয়েছে। তাই বাংলাদেশ পুরুষ দলের সামনে পাকিস্তান, জাপান, মালয়েশিয়ার পরীক্ষা অপেক্ষা করছে। আগামীকাল বাংলাদেশের দু'টি ম্যাচ রয়েছে।
এজেড/এইচজেএস