দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ টিটির আরেকটি জয়

দক্ষিণ কোরিয়ায় চলছে এশিয়ান টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপ। দলগত ইভেন্টের পর মিশ্র বিভাগেও জয় পেয়েছে বাংলাদেশ দল।
মিশ্র দ্বৈতে মুহতাসিন আহমেদ হৃদয় ও খই খই সাই মারমার খেলা ছিল পাকিস্তানের ওবায়েদ শাহ ও কুলসুম খানের সঙ্গে। প্রথম দুইটি গেম সহজেই (১১-৬ ও ১১-৭) জেতার পর তৃতীয় গেমের খেলা শেষ হয়ে যেত। কিন্তু ১২-১৪ ডিউস পয়েন্টে হৃদয় ও খই খই হেরে যান। পরবর্তী গেমটি আবারও ১১-৬ জিতে বাংলাদেশের জয় এনে দেন তারা। এই জয়ে হৃদয় ও খই খই জুটি এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় প্রবেশ করলেন।
অন্য মিশ্র দ্বৈতে রামহিম লিয়ান বম ও সোনাম সুলতানা সোমা জুটি ১-৩ সেটে হেরে যান পাকিস্তানের শাহ খান ও হাইকা হাসান জুটির বিপক্ষে। প্রথম গেমটি রামহিম ও সোমা জুটি সহজেই ১১-৭ গেমে জেতেন। তবে পরবর্তী দুইটি গেম ৬-১১ ও ৬-১১ ব্যবধানে হেরে যান তারা। এরপর আবারও খেলায় ফিরে আসেন রামহিম ও সোমা। কিন্তু ভাগ্য খারাপ থাকায় এই জুটি ১২-১৪ ডিউস পয়েন্টে হেরে যান। বাংলাদেশ হেরে যায় ১-৩ সেটে।
এর আগে রহিমা আক্তার ও খই খই সাই মারমা মহিলা দ্বৈতের জুটি শক্তিশালী ইরানের বিপক্ষে ০-৩ সেটে হেরে গেছেন। আগামীকাল রয়েছে ব্যক্তিগত ইভেন্টের অন্যান্য খেলা।
গতকাল শেষ হওয়া পুরুষ ও নারী উভয় দল ১৪তম স্থান অর্জন করেছে। আগে পুরুষ দলের র্যাংকিং ছিল ২০ ও মহিলা দলগতের ১৬।
এজেড/এএইচএস