কোরিয়ায় পুরুষ দ্বৈতে জয়

২৬তম এশিয়ান টেবিল চ্যাম্পিয়নশিপে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে পুরুষ দ্বৈতে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মুহতাসিন আহমেদ হৃদয় ও রামহিম লিয়ন বম জুটি ৩-০ সেটে (১১-৮, ১১-৭ ও ১১-৮) হারিয়ে দেন লাওসের মানিচ্যান ও ভংসা জুটিকে। এই জয়ে তারা টুর্নামেন্টে শীর্ষ ৩২-এ প্রতিদ্বন্দ্বীতা করবেন।
মেয়েদের এককে সাদিয়া রহমান মৌ ০-৩ সেটে (১-১১, ৪-১১ ও ২-১১) হেরে যান থাইল্যান্ডের সোয়েত্তাবুতের কাছে, রহিমা আক্তারও ০-৩ (৫-১১, ৫-১১ ও ৪-১১) সেটে হারেন ভারতের সুতীর্থা মুখার্জির কাছে। মেয়েদের এককে অসাধারণ খেলেন বাংলাদেশের যুব গেমস চ্যাম্পিয়ন খই খই সাই মারমা।
শক্তিশালী সিঙ্গাপুরের খেলোয়াড় গোই রুইয়ের বিরুদ্ধে প্রথম দুই গেমে শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোলেন খই খই। প্রথম গেমে ৮-১১ এবং দ্বিতীয় গেমে ডিউস করে ১১-১৩ সেটে হেরে যান। শেষ গেমে হারেন ৩-১১ ব্যবধানে।
গতকাল (মঙ্গলবার) মিক্সড ডাবলসে পাকিস্তানকে হারিয়ে সেরা ১৬-তে ওঠা হৃদয় ও খই খই জুটি আজ ০-৩ সেটে শিরোপা প্রত্যাশী শক্তিশালী দক্ষিণ কোরিয়া জুটির কাছে হেরে গেছেন। আগামীকাল ছেলে এবং মেয়েদের একক ও দ্বৈতের খেলা রয়েছে।
এজেড/এএইচএস