মাঠে নেমেছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

কাতার বিশ্বকাপের সময় থেকে অস্বস্তিতে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পরবর্তী প্রীতি ম্যাচেও তারা হারের বৃত্তে আটকে ছিল। তবে বিশ্বকাপ বাছাই শুরু হতেই ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরেন নেইমার জুনিয়র। যেখানে ব্রাজিলও পায় শুভসূচনা। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে পেরুর বিপক্ষে আজ (বুধবার) সকাল ৮টায় সেলেসাওরা মাঠে নেমেছে।
তবে দূর্ভাগ্যের বিষয়, বাংলাদেশ কিংবা ভারতীয় উপমহাদেশে সরাসরি খেলাটি দেখার সুযোগ থাকছে না ব্রাজিল ভক্তদের। ম্যাচ দেখার জন্য নির্ভর করতে হবে অনলাইন স্ট্রিমিং কিংবা অ্যাপের উপর। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইয়াল্লা টিভি এবং ইয়াসিন টিভিতে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। এছাড়া অ্যান্ড্রয়েড ফোনে স্পোর্টজিফাই টিভি অ্যাপ ইন্সটলের মাধ্যমে আর্জেন্টিনার বাছাইপর্বের খেলা।
পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। যেখানে ব্রাজিলের চেয়ে র্যাংকিংয়ে ১৮ ধাপ পেছনে রয়েছে পেরু। আগেরদিনই ব্রাজিলের একাদশে খুব বেশি পরিবর্তনের আভাস দেননি কোচ ফার্নান্দো দিনিজ। ম্যাচের আগে জানিয়েছিলেন, পুরো দলই এখন দারুণ ছন্দে আছে। তাদের মধ্যে আলাদা এক বন্ধন তৈরি হয়েছে। কোনরকম পরীক্ষা-নিরীক্ষা করে এই বন্ধন ভাঙতে তিনি রাজি নন। এই ম্যাচেও সেটারই প্রমাণ মিলেছে, গত ম্যাচের শুরু একাদশ নিয়েই মাঠে নেমেছে ব্রাজিল।
ব্রাজিল একাদশ : এডারসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, রেনান লোদি, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, রাফিনিয়া, নেইমার জুনিয়র, রদ্রিগো ও রিচার্লিসন।
এএইচএস