জ্যোতিষীর পরামর্শে একাদশ বানাতেন ভারতীয় কোচ!

ফুটবলারদের সাম্প্রতিক ফর্ম ও পরিসংখ্যান মিলিয়ে একাদশ গঠন করে থাকেন কোচরা। কিন্তু ভারত জাতীয় দলের ফুটবল কোচ ইগর স্টিমাচের বিরুদ্ধে জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করার অভিযোগ উঠেছে। অর্থাৎ, ম্যাচের আগে একাদশ তৈরিতে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী শোনেন তিনি। এই ক্রোয়েশিয়ান কোচ এজন্য ১৫ লাখ রুপিও খরচ করেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। যা নিয়ে ভারতীয় ফুটবলে তোলপাড় চলছে।
সংবাদমাধ্যমটি বলছে, জ্যোতিশী ভুপেশ শর্মার ২০২২ সাল থেকে যোগাযোগ ভারত কোচ স্টিমাচের। ওই বছর এশিয়ান কাপের বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার ৪৮ ঘণ্টা আগে বার্তা পাঠান স্টিমাচ। চোটে জর্জরিত দল গঠনে তিনি ওই জ্যোতিষীর পরামর্শ নেন। জ্যোতিষীর পাঠানো সেই লিস্টে খেলোয়াড়দের নামের তিনি মন্তব্যও জুড়ে দেন। যেমন – ‘ভালো’, ‘খুব ভালো খেলবে’, ‘আত্মবিশ্বাস বর্জন করতে হবে’, ‘গড়পড়তার থেকেও সাধারণ খেলবে, ‘দারুণ খেলবে তবে বেশি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে’, ‘এই দিনের জন্য মোটেই সুপারিশকৃত নয়’।
— Express Sports (@IExpressSports) September 12, 2023
এভাবে প্রায় নিয়মিতই জ্যোতিষী ও ভারত কোচের কথাবার্তা চলত বলে অভিযোগ সংবাদমাধ্যমগুলোর। এ জ্যোতিষীর সঙ্গে স্টিমাচের পরিচয় করিয়ে দিয়েছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের (আইএফএ) সচিব কুশল দাস। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে ঘটনাটি স্বীকারও করেছেন, ‘ভারত এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠতে পারবে কি না, এ নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। তাই ভূপেশের সঙ্গে স্টিমাচের পরিচয় করিয়ে দিয়েছিলাম।’
বিষয়টি নিয়ে সরাসরি মুখ না খুললেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ভারতীয় কোচ দাবি করেছেন, তাকে অহেতুক ‘টার্গেট’ বা নিশানা বানানো হচ্ছে। তবে তাতে তিনি একেবারেই টলে যাচ্ছেন না। বরং ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তিনি যে স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্ন এখনও তার মধ্যে ‘জীবন্ত’ আছে বলে দাবি করেছেন ক্রোয়েশিয়া ফুটবল দলের প্রাক্তন তারকা। যদিও জ্যোতিষী বিতর্ক নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এখনও কোনো মন্তব্য করেনি।
— Igor Štimac (@stimac_igor) September 12, 2023
মঙ্গলবার সন্ধ্যায় অধিনায়ক সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদদের মতো তারকাদের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন কোচ স্টিমাচ। ‘এডিট’ করে বানানো ছবিতে এই কোচ লেখেন, ‘(আমি কি)ভারতীয় ফুটবলের উন্নতির জন্য প্রকৃত যোদ্ধাকে কী টার্গেট বানানো হয়েছে? সবার সবকিছু সামনে নিয়ে আসার সময় হয়েছে।’
‘এই দেশে কারা, কতটা ফুটবল নিয়ে চিন্তিত, তা দেখার সময় আসছে। নিজের সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে একবার ভালো করে ভেবে নিন। আপনাদের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি ভারতকে ফুটবলের দেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছি, সেটা এখনও আমার মধ্যে জীবিত আছে’, যোগ করেন স্টিমাচ।
এএইচএস