চিকিৎসা শেষে দেশে ফিরছেন এবাদত

এশিয়া কাপের ঠিক আগে বাংলাদেশ দলের জন্য বড় দুঃসংবাদ হয়ে হাজির হয়েছিল পেসার এবাদত হোসেনের ইনজুরি। আফগানিস্তানের সঙ্গে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর মিস করেছেন এশিয়া কাপ। বোর্ডের পক্ষ থেকে পাঠানো হয়েছিল লন্ডনে। সেখান থেকেই পরবর্তীতে জানা যায়, এশিয়া কাপ তো বটেই, বিশ্বকাপ স্বপ্নটাও শেষ হয়ে গিয়েছে এবাদতের।
লন্ডনে এবাদতের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছিল। সেখানেই ছিল প্রাথমিক পুনর্বাসন। অপরারেশন শেষে আজ বুধবার দেশে ফিরছেন পেসার এবাদত হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এবাদত লিখেছেন, 'দুঃখ ও সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে আসে। আলহামদুলিল্লাহ...
অস্ত্রোপচার শেষে বাড়ি যাচ্ছি.. আমার জন্য দোয়া করবেন, দ্রুত সুস্থ হওয়া প্রয়োজন।
Sadness and Happiness are coming from Allah (swt)Alhamdulillah….. Heading Home after surgery.. Please pray for me, I need to recover quickly .
Posted by Ebadot Hossain Chowdhury on Wednesday, September 13, 2023
এর আগে, ঘরের মাঠে আফগান সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন এবাদত। আফগানিস্তানের ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বলটি করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। আর এমন ধাক্কা খেয়ে রানআপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি। ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এবাদত।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এশিয়া কাপ মিস করবেন তিনি। যদিও পরবর্তীতে লন্ডন থেকে বার্তা আসে, অপারেশনের পর পুনর্বাসনের অংশ হিসেবে লম্বা সময়ের জন্য মাঠের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে তাকে। যার অর্থ বিশ্বকাপে নিশ্চিতভাবেই ছিটকে গিয়েছেন এবাদত।
এসএইচ/জেএ