অচেনা এক রোমান সানা

বাংলাদেশে আরচ্যারির সেরা তারকা রোমান সানা। রিকার্ভ এককে বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে রোমান টোকিও অলিম্পিক নিশ্চিত করেন। গত বছর করোনার জন্য টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হয়নি। চলতি বছর জুলাইয়ে হওয়ার কথা।
বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা রোমানের ওপর আশা রাখছে অলিম্পিকে ভালো কিছুর জন্য। আরচ্যারি ফেডারেশন ও অলিম্পিক অ্যাসোসিয়েশন উভয় সংস্থা রোমানকে যথেষ্ট পরিচর্যা করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে রোমান জাতীয় চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হয়েছেন।
চলমান বাংলাদেশ গেমসেও নিজ ইভেন্টে শেষ আটে উঠতে পারেননি সানা। এ যেন অচেনা এক রোমান সানা। আরচ্যারি সংশ্লিষ্ট অনেকেই রোমানের এই পারফরম্যান্সে শঙ্কিত হলেও তিনি শঙ্কিত নন, ‘আমার লক্ষ্য অলিম্পিক। অলিম্পিককে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। এর মাঝে যে প্রতিযোগিতাগুলো এগুলো সবই আমার প্রস্ততি হিসেবে কাজ করবে।’
প্রস্তুতি টুর্নামেন্টগুলোতে পদক বা চ্যাম্পিয়ন হলে মানসিকভাবে উদ্দীপ্ত থাকতে পারতেন রোমান। পদকের পরিবর্তে ফাইনালের মঞ্চেই উঠতে পারছেন না দেশসেরা আরচ্যার। এজন্য তিনি অবশ্য খানিকটা ভাগ্যকে দুষছেন, ‘এই বাংলাদেশ গেমসে র্যাংকিং রাউন্ডে আমি প্রথম হিসেবেই শেষ করেছি। স্কোরও ভালো হয়েছিল। নক আউট পর্বে একটু খারাপ হয়ে গেল।’
জাতীয় চ্যাম্পিয়নশিপের সময় রোমান ইনজুরিতে ছিলেন। এবার সেই ইনজুরি অনেকটা কাটিয়ে উঠলেও মাঝে মধ্যে মৃদু ব্যথা অনুভব করেন বলে জানান।
অ্যাথলেটদের ভালো-খারাপ মিলিয়ে সময় যায়। সেই দৃষ্টিকোণ থেকে এখন খারাপ সময় যাচ্ছে রোমানের। এই সময় ধৈর্য্যধারণ করাকেই শ্রেয় মনে করছেন এই ক্রীড়াবিদ, ‘আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা করছেন। আমার কিছুটা খারাপ সময় যাচ্ছে। আশা করি খুব দ্রুতই এই সময় কাটিয়ে উঠতে পারব।’
সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে রোমান রিকার্ভ এককে ব্যর্থ হয়েছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসেও শেষ আটের আগেই বিদায়। বাংলাদেশের আরচ্যারি শুধু তার ওপরই নির্ভর করছে না বলে মনে করেন রোমান, ‘বাংলাদেশে আরও রোমান সানা বেরিয়ে আসছে। অনেক প্রতিভাবান আরচ্যার উঠে আসছে। এটা আরচ্যারির জন্য খুবই ইতিবাচক।’
এজেড/এটি