পোষা কুকুরের নাম জানিয়ে বিপাকে ভারতীয় ক্রিকেটার

ভারতের অস্ট্রেলিয়া সফরটা দারুণ কাটলেও খেলোয়াড়দের পড়তে হয়েছিল একগাদা চোটের মুখে। তেমন এক চোটই ওয়াশিংটন সুন্দরকে পাইয়ে দিয়েছিল ভারতীয় দলে ঢোকার টিকিট। দারুণ খেলে এরপর দলে জায়গা পাকা করে নিয়েছেন তিনি, আলোচনায়ও এসেছেন বেশ। তবে এবার পারফরম্যান্স দিয়ে নয়, তিনি আলোচনায় এসেছেন অন্য কারণে। পড়েছেন তোপের মুখেও।
সুন্দর এই তোপের মুখে পড়ার কারণ তিনি নিজে নন। কারণটা তার কুকুরের নাম, যা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। টুইটারে তিনি নিজের সঙ্গে পোষা কুকুরের ছবি পোস্ট করে জানিয়েছেন, ‘ভালোবাসা একটা চারপেয়ে শব্দ। বিশ্ব, পরিচিত হও আমার গ্যাবার সঙ্গে।’
— Washington Sundar (@Sundarwashi5) April 3, 2021
এত নাম থাকতে গ্যাবা কেন? কারণ গ্যাবাতেই যে তার ব্যাট বলের নৈপুণ্যে জয় পেয়েছিল ভারত! গ্যাবা তো তার প্রিয়ই হওয়ার কথা! কিন্তু সে কথা জনসাধারণকে বোঝাবে কে? ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যায় সমালোচনার ঝড়।
একজন লিখেছেন, ‘খুবই লজ্জাজনক একটা কাজ করেছ তুমি। ভেবে দেখ, অস্ট্রেলিয়ান কিংবা ইংলিশ কেউ তার কুকুরের নাম রাখল ওয়াংখেড়ে। কেমন লাগবে তোমার?’ রিপ্লাই বিভাগের বেশিরভাগ মন্তব্যের সারমর্মই ছিল এমন।
— Dr. Aryesh Chaudhari (@Aryesh1808) April 3, 2021
তবে সমালোচনার ভীড়ে বেশ কিছু প্রশংসাও কুড়িয়েছেন সুন্দর। এক অস্ট্রেলিয়ান সমর্থক লিখেছেন, ‘তুমি নিজের কুকুরের নাম গ্যাবা রেখেছ। খুবই মিষ্টি বিষয়টা। এতে কোনো ভুল দেখছি না আমি। কারণ এই এই গ্যাবাতেই তুমি ভারতের জার্সিতে দারুণ এক জয় পেয়েছ। এমনই থেকো।’
— Robbie Thornton (@RobbieThornton) April 4, 2021
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটির শেষ টেস্টটা ছিল গ্যাবায়। সেখানে প্রথম ইনিংসে ৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে মহামূল্য ৬২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যাতে ভর করেই ভারত পেয়েছিল অবিস্মরণীয় এক জয়।
এনইউ/এটি