মেসিকে আইপিএলে চাইতেন সাঙ্গাকারা!

মৌসুম শেষে মেসি কোথায় যাবেন? পিএসজি, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান নাকি অন্য কোথাও? নাকি থেকে যাবেন বার্সেলোনাতেই? এ প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে শেষ দেড় দশকে এমন জাদুই দেখিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি, লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারাও তাকে তার আইপিএল দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে বসেছেন!
না, তিনি নিজে থেকে অবশ্য এ আশা ব্যক্ত করেননি। করেছেন এক ভক্তের প্রশ্নের জবাবে। শেষ এক দশকে মেসি ফুটবলের অগুণতি রেকর্ড ভেঙেছেন গড়েছেন, জিতেছেন ব্যক্তিগত ও দলীয় অনেক শিরোপা। সেই মেসিকে যদি দেখা যেত ক্রিকেট মাঠে? উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলাটিতে মেসিকে দেখার অভিপ্রায় থেকেই সম্প্রতি সাঙ্গাকারাকে এ কথা জিজ্ঞেস করেছিলেন এক রাজস্থান রয়্যালস ভক্ত।
চলতি মৌসুমেই আইপিএলের দল রাজস্থানের ডিরেক্টর অফ ক্রিকেট পদে আসীন হয়েছেন সাঙ্গাকারা। কোয়ারেন্টাইনে থাকাকালীন এক ইউটিউব প্রশ্নোত্তর পর্বে দিচ্ছিলেন দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব। সেখানেই ধেয়ে আসে প্রশ্নটি। রাহুল নামের এক ভক্ত জিজ্ঞেস করেন, ‘পরের মৌসুমের মেগা নিলামে কি আমরা মেসিকে দলে টানতে পারি?’
উত্তরে সাঙ্গাকারাও নিরাশ করেননি সেই ভক্তকে। জানিয়েছেন, যদি উপায় থাকতো তাহলে ঠিকই মেসিকে দলে টানতেন তিনি। সাঙ্গাকারার কথা, ‘আপনি কি লিওনেল মেসির কথা বলছেন? সে যদি ক্রিকেট খেলতো তাহলে তাকে দলে পেলে দারুণ হতো। তার যা প্রতিভা তাতে আমি নিশ্চিত, সে ক্রিকেটেও দারুণ খেলতো।’
সেটা হলে যে ক্রিকেটের সঙ্গে মেসির সম্পর্কটা একেবারেই আনকোরা কিছু হতো, ব্যাপারটা মোটেও তেমন নয়। এর আগে ২০১৩ সালে হারবালাইফের এক বিজ্ঞাপনে মেসিকে দেখা গিয়েছিল ক্রিকেট ব্যাট-বল হাতে। যেখানে শেষ দিকে ক্রিকেট বল দিয়েও পায়ের কারিকুরি দেখিয়েছিলেন বর্তমান বার্সেলোনা অধিনায়ক।
এনইউ/এটি