এপ্রিলে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ বাংলাদেশের!

করোনার পর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার প্রত্যাবর্তনটাও হওয়ার কথা ছিল টাইগারদের বিপক্ষে। তবে লঙ্কানদের সঙ্গে কোয়ারেন্টিন ইস্যুতে সমঝোতা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ফলে আলোর মুখ দেখেনি সেই সফর। এবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চাইছে, বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজ খেলতে।
কোভিড-১৯ এর জেরে বাংলাদেশে দীর্ঘদিন বন্ধ ছিল সকল প্রকার ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ। সময়টা ঘরবন্দি কাটিয়েছেন ক্রিকেটাররা। কথা ছিল গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে শ্রীলঙ্কা সফর দিয়ে আবার ব্যাট-বলে লড়াইয়ে ফিরবে টাইগার ক্রিকেট। তবে শেষপর্যন্ত আর লঙ্কা সফর করেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
স্থগিত হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই সিরিজ আবার মাঠে ফেরাতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এজন্য বিসিবির সঙ্গে আলোচনাও শুরু করেছে তারা। বিসিবিও চাইছে শ্রীলঙ্কা বিপক্ষে স্থগিত হওয়া সিরিজটি খেলতে। বিষয়টি সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সুজন বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে আমাদের তাদের বোর্ডের সঙ্গে কথা হচ্ছে। শ্রীলঙ্কা বোর্ডের পক্ষ থেকে এই প্রস্তাবনা এসেছে। প্রথমে আমাদের আলোচনাটি হচ্ছিল, কিন্তু সিরিজটি হয়নি।’
‘সেক্ষেত্রে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে, আমরা আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশীপের খেলা ছিল, সেই অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ খেলবো। তার সঙ্গে যদি অন্য সংস্করণ যুক্ত হয়, আমাদের এফটিপিতে ওই সময়টা পাওয়া যায় আমরা সেভাবেই কাজ করে নেবো।’ যোগ করেন তিনি।
সুজন জানান, আগামী এপ্রিল মাসে হতে পারে এই সিরিজটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের সঙ্গে অন্য কোনো সংস্করণ যুক্ত হবে কিনা সেটি নিয়ে আলোচনা চলছে।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এটা এই মুহুর্তে এপ্রিলকে লক্ষ্য করা হচ্ছে। ঐ সময় একটা ফাঁকা সময় আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য। সেভাবেই আমরা কাজ করছি। মিনিমাম টেস্ট দুইটা। তো পুরোটাই নির্ভর করবে সময়ের উপর।’
এমএইচ