মেসিকে দায়মুক্তি দিলেন ভিতিনহা

লিওনেল মেসির প্যারিস অধ্যায় ভাল ছিল না সে অনেক পুরাতন খবর। ভালোবাসার শহর প্যারিসে গিয়ে এই আর্জেন্টাইন ভালোবাসা পাননি, বরং সমর্থকদের দুয়ো শুনেই পার করেছেন দুই মৌসুম। ফ্রেঞ্চ ক্লাবের সমর্থকরা তো সমর্থন দেননি, এমনকি গণমাধ্যমের কাছ থেকেও সমর্থন পাননি মেসি। এমনকি সতীর্থদের সঙ্গে মেসির ঝামেলা ছিল, এমন খবরও প্রচার করেছিল ফরাসি গণমাধ্যম।
ফ্রেঞ্চ পত্রিকা লেকিপ জানায় এমন তথ্য। পিএসজিতে থাকাকালে মেসির সঙ্গে নাকি সম্পর্ক খারাপ ছিল পর্তুগিজ তারকা ভিতিনহার। ক্লাবের অনুশীলন চলাকালে মেসি তাকে কটাক্ষ করে মন্তব্য করেছিল, এমন খবরই বেরিয়েছিল। তবে ভিতিনহা নিজেই টুইট করে জানিয়েছেন, এমন কিছু আদতে ঘটেইনি।
— Vítor Ferreira (@vitinha) September 20, 2023
গত জানুয়ারির খবর অনুযায়ী, মেসি নাকি ভিতিনহার অনুশীলন দেখে মন্তব্য করেছিলেন, তুমি কেবল বাজে খেলছো না, একইসঙ্গে আমাকে কষ্টও দিচ্ছো। তবে এমন কিছু কখনোই হয়নি বলে জানিয়ে ভিতিনহা টুইটে বলেন, ‘সাধারণত আমি খবরের কাগজে যা বেরোয় তা নিয়ে মন্তব্য করিনা। কিন্তু এই মুহূর্তে আমাকে বলতেই হচ্ছে। এমন কিছু ঘটেছে, এটা সম্পূর্ণ মিথ্যা।’
মেসিকে নিয়ে দলে যে বিভেদ গুঞ্জন উঠেছিল, ভিতিনহার মন্তব্যে সেই গুঞ্জনের অবসান ঘটলো। আর্জেন্টাইন এই তারকা অবশ্য প্যারিস অধ্যায় শেষ করে এখন খেলছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ভিতিনহা আছেন প্যারিসেই। সবশেষ বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচেও ছিলেন তিনি।
জেএ