যখন জানা যাবে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরি এবং সর্বশেষ এশিয়া কাপে আশানুরূপ সাফল্য না পাওয়ায় বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণায় দেরির কথা আগেই জানা গেছে। এ নিয়ে জরুরি বৈঠকে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে বাবর আজম অধিনায়ক এবং সাদাব খানকে বিশ্বকাপের সহ-অধিনায়ক হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল (শুক্রবার) পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণার কথা জানিয়েছে পিসিবি।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, গতকাল (বুধবার) পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে কোচিং স্টাফের দায়িত্বে থাকা মিকি আর্থার, অধিনায়ক বাবর আজম, শাদাব খান, সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক ও মোহাম্মদ হাফিজ দল পর্যালোচনার বৈঠকে বসেছিলেন। এরপর আজ পুরো কোচিং প্যানেল নিয়ে হয়েছে আরেকটি বৈঠক। যেখান চিকিৎসক সোহেল সেলিম পরিকল্পনায় থাকা ক্রিকেটারদের ইনজুরির সর্বশেষ, ফিটনেস, সাম্প্রতিক ফর্ম ও তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানানো হয়েছে।
— Pakistan Cricket (@TheRealPCB) September 21, 2023
পিসিবি সভাপতি জাকা আশরাফ বলছেন, ‘এই পর্যালোচনার পেছনে আমাদের লক্ষ্য ছিল একটি আলোচনার পরিবেশ তৈরি ও সবার মধ্যে ঐক্য গড়ে তোলা। এছাড়া সবার উপস্থিতিতে পারফরম্যান্স পর্যালোচনা এবং সমস্যা চিহ্নিত করতেও চেয়েছি। আমাদের শক্তি ও দূর্বলতা কী এবং উন্নতির জন্য প্রয়োজনীয় দিকও স্পষ্ট হয়েছি আমরা। আলোচনায় জানা গেছে, আগের ম্যানেজমেন্ট অনেক খেলোয়াড়কে বাইরের লিগে খেলতে অনুমতি দেওয়ার পর তারা বেশ ক্লান্ত ও চাপ সামলাতে হয়েছে। এজন্য জাতীয় দলকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আমরা একটি কৌশল তৈরিতে সম্মত হয়েছি।’
আরও পড়ুন >> ভারতে দর্শকশূন্য মাঠে খেলবে পাকিস্তান

তিনি আরও বলেন, ‘আমি আনন্দিত যে আমরা একটি ভাল ইতিবাচক পর্যালোচনা সেশন পেয়েছি এবং একই ধারায় আছি। আমরা নিশ্চিত যে এশিয়া কাপে অর্জিত অভিজ্ঞতা একটি শেখার প্রক্রিয়া ছিল এবং আসন্ন আইসিসি বিশ্বকাপের প্রস্তুতিতে যা আমাদের সাহায্য করবে।’
আরও পড়ুন >> শাহিন আফ্রিদির অধিনায়ক হওয়ার গুঞ্জনে শ্বশুরের প্রতিক্রিয়া
পাকিস্তানের বিশ্বকাপ জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী জাকা আশরাফ, ‘আমাদের দল প্রতিভায় পরিপূর্ণ এবং আমরা বিশ্বাস করি যে তাদের সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বীতা করার এবং জেতার ক্ষমতা রয়েছে। আমাদের দলে বিশ্বমানের ব্যাটসম্যান এবং বোলার রয়েছে। মেগা ইভেন্ট শুরুর আগে তাদের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।’
এর আগে পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক মেডিকেল ইমার্জেন্সির কারণে গতকাল বৈঠকে যোগ দিতে পারেননি। তবে আজ বিকেলে জাকা আশরাফের সাথে দেখা করেন তিনি। সেখানে নিজের পর্যালোচনাও জমা দেন ইনজামাম। এছাড়া ভারত বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াডও চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। শুক্রবার সকাল সোয়া ১১টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সংবাদ সম্মেলন থেকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হবে।
এএইচএস