লিড নিয়েও হারল বাংলাদেশ

হাংজু শহরটা বেশ বড়। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে শহরের বেশ কিছু দেখা হয়ে যায়। অন্য ভেন্যুর চেয়ে হকি স্টেডিয়ামটা একটু ব্যতিক্রমই। মূল সড়কের গা ঘেষেই বড় হকি কমপ্লেক্স। বেশ সুন্দর হকি কমপ্লেক্সে বাংলাদেশ হকি দলের আজকের ম্যাচের সূচনাটাও দারুণ ছিল। যদিও শেষটা সুখকর হয়নি। পাকিস্তান ৫-২ গোলে বাংলাদেশকে হারিয়েছে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। শুরুর কোয়ার্টারে বাংলাদেশই আধিপত্য বিস্তার করেছে। পাকিস্তানের তুলনায় বাংলাদেশই আক্রমণ ও বল পজেশনে এগিয়ে ছিল।
দ্বিতীয় কোয়ার্টারের চার মিনিটেই বাংলাদেশ লিড নেয়। পেনাল্টি কর্নার থেকে পুষ্কর ক্ষিসা মিমো গোল করেন। আশরাফুলের পুশ থেকে সবুজের স্টপে এক স্টিক ঘুরে এসে মিমোর স্টিকে পড়লে দারুণ হিটে গোল করেন। সেই লিড অবশ্য বাংলাদেশ দশ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে বক্সের মধ্যে বাংলাদেশের ডিফেন্ডারের ভুলে পাকিস্তান ম্যাচে সমতা আনে।
বিরতির পর বাংলাদেশ কিছুটা রক্ষণাত্নক ভঙ্গিতে খেলা শুরু করে। পাকিস্তান বাংলাদেশ অর্ধে বেশি খেললেও তেমন জোরালো আক্রমণ করতে পারেনি। ৩৯ মিনিটে পাকিস্তান ম্যাচে লিড নেয়। এক্ষেত্রে বাংলাদেশের ভুল রয়েছে। গোলরক্ষক বিপ্লব কুজুর পোস্ট ছেড়ে অনেকটা সামনে আসলেও ডিফেন্ডাররা সঙ্গে না থাকায় অরক্ষিত পোস্টে গোল করতে ভুল করেনি পাকিস্তান। ৩-১ স্কোরলাইনে শেষ হয় তৃতীয় কোয়ার্টার।
চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটেই বাংলাদেশ গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। বক্সের মধ্যে রিভার্স হিটে মিলন হোসেন গোল করেন। মিনিট তিনেক পরেই পেনাল্টি কর্নার থেকে পাকিস্তান আবার লিড বাড়িয়ে নেয়। শেষ মুহুর্তে আরেকটি গোল হওয়ায় ৫-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশ ম্যাচ হারলেও বেশ ভালো হকিই খেলেছে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে এত নিয়ন্ত্রিত ম্যাচ এবং আগে গোল করার রেকর্ডও খুব একটা নেই। যদিও পাকিস্তানের হকির মান আগের চেয়ে নিম্নগামী। পাকিস্তানের বিপক্ষে গোল স্কোরিংয়ে বাংলাদেশ পিছিয়ে থাকলেও রেফারেল সিদ্ধান্তে অবশ্য এগিয়ে ছিল।
এজেড/জেএ