মাহমুদউল্লাহকে বিশ্বকাপে নেওয়ার কারণ জানালেন নান্নু

বেশ লম্বা সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে আলোচনার নাম ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলে তার না থাকা নিয়ে চলছিল ব্যাপক গুঞ্জন। জাতীয় দলের সিনিয়র এই ক্রিকেটার বেশ অনেকটা দিন ধরেই ছিলেন জাতীয় দলের বাইরে। তবে শেষ পর্যন্ত মাঠের ক্রিকেটে ফিরেছেন। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রায় ৬ মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নুতন করে দলে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিংয়ের সুযোগ পাননি অভিজ্ঞ এই ব্যাটার। পরের ম্যাচে ৭৬ বলে ৪৯ রান করেন রিয়াদ। দল ঘোষণার ঠিক আগে হওয়ায় সিরিজের তৃতীয় ম্যাচে ৩৫ বলে করেন ২১ রান। অবশ্য কয়েক ওভার বোলিং করেও উইকেটের দেখা পাননি।

বাদ পড়ার পর থেকে মাহমুদউল্লাহ রিয়াদের ফিটনেস নিয়েও অভিযোগ ছিল। তবে দল ঘোষণার পর এর ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, পরিকল্পনার ভেতরই ছিলেন রিয়াদ।
তিনি বলেন, ‘যে কোনো একটা সিরিজে ক্রিকেটারকে দেখব এটাই আমাদের পরিকল্পনা। সুতরাং এই পরিকল্পনা নিউজিল্যান্ড সিরিজে ওর ফিটনেস দেখেছি। এই জন্য আমরা তাকে দলে ইনক্লুড করেছি।’
দল নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েই গিয়েছে। সবচেয়ে বড় বিতর্ক তামিম ইকবালের না থাকা। এরপরেও দল নিয়ে আশাবাদী নান্নু। ‘এখন যারা আছে আমরা সবাই আত্মবিশ্বাসী তারা সবাই আমাদের সোনার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। আমি আশা করি সবাই ওভাবেই দেখবেন। ওভাবেই সমর্থন দেবেন। নেতিবাচক কোনো চিন্তা-ভাবনা মাথায় না নিয়ে সত্যিকারার্থে দলটাকে সমর্থন করবেন, দেখবেন দলটা ভালো কিছু নিয়ে দেশে ফিরবে। ’
এসএইচ/জেএ