তামিমকে কি চেয়েছিলেন সাকিব, যা বললেন নান্নু

বিশ্বকাপে যাওয়া হচ্ছেনা তামিম ইকবালের। জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপের ফ্লাইট ধরা হচ্ছেনা। যদিও পুরো বিশ্বকাপ না হলেও অল্প কিছু ম্যাচ খেলার মত অবস্থানে ছিলেন টাইগার ওপেনার। নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচেই যার প্রমাণ পাওয়া গিয়েছে।
তবে তৃতীয় ম্যাচে আর খেলা হয়নি তার। কোমরের পুরাতন চোটের কারণেই নিজেকে সরিয়ে নেন তিনি। এরপর তো বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। যদিও অনেকেরই ভাষ্য, অধিনায়ক সাকিবের কারণেই ভারতের ফ্লাইট ধরা হচ্ছেনা তামিমের। যদিও দল ঘোষণার পরে সংবাদ সম্মেলনে এমন কথা খোলাসা করেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
আরও পড়ুন>> তামিমকে নিয়ে এত নাটক কেন?
বিশ্বকাপ দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে আসেন তিন নির্বাচক। প্রায় ১৫ মিনিটের এই সংবাদ সম্মেলনের পুরোটা জুড়েই ছিলেন তামিম। এক পর্যায়ে তামিমের দলে না থাকায় টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক সাকিব ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অবস্থান জানতে চাওয়া হয়।
এর উত্তরে নান্নু বলেন, 'ম্যানেজমেন্টের সঙ্গে পুরোপুরি আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই যখন একসঙ্গে বসি একসঙ্গেই আলোচনাটা হয়। আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে কি আলোচনা হয় সেটা তো এখানে খোলাসা করতে পারবো না। আমাদের মধ্যে কি আলোচনা হয় সেটা তো বলতে পারবো না।'
এছাড়া তামিমকে বাদ দেওয়া প্রসঙ্গে নান্নু বলেন, 'তামিম ইকবালের অনেক দিন ধরেই ইনজুরি শঙ্কা। আপনারাও জানেন, ও ইনজুরি নিয়ে ফাইট করছিল। নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে। প্রথম ম্যাচ খেলার পর একটা কমপ্লেইন এসেছে। সব মিলিয়ে সবকিছু বিবেচনা করে, ওর ফিটনেসের কথা চিন্তা করে, ইনজুরির যে কনসার্ন আছে এটা নিয়ে চিন্তা করেই ওকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি।'
এসএইচ/জেএ