খেলা চলাকালে মাঠ ছাড়ার কারণ জানালেন নাফিস

২৬ সেপ্টেম্বর সকালেও লজিস্টিক ম্যানেজার হিসেবে জাতীয় দলের সঙ্গে ছিলেন নাফিস ইকবাল। সেদিন নিউজিল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের দল। মিরপুরে সেই ম্যাচ চলাকালেই ড্রেসিংরুম ছেড়ে বাসায় চলে যান নাফিস। এবার সেই ঘটনার বিস্তারিত ব্যাখা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
মূলত বিশ্বকাপ দলের সঙ্গে ভারত সফরের পরিকল্পনায় না রাখার কারণেই দল ছেড়ে চলে যান নাফিস। তার এ ঘটনার সঙ্গে তামিম ইকবালের সাম্প্রতিক ঘটনার কোনো মিল নেই বা যোগসূত্র নেই বলে জানিয়েছেন তিনি।
নাফিস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'আমি স্পষ্ট করতে চাই যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের সময় আমার জাতীয় দল ছাড়ার পদক্ষেপটি আবেগের বাইরে ছিল৷ কারণ ২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডের দিন সকালে আমাকে জানানো হয়েছিল, আমি বিশ্বকাপে দলের সঙ্গে টিম ম্যানেজার হিসেবে থাকব না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও এমন ঘটনা ঘটেছিল। আমিও মানুষ এবং অন্য সবার মতো আমারও আত্মসম্মান আছে।'
আমি অবশ্যই বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং আমার ছোট ভাই তামিম ইকবালের চলমান পরিস্থিতির সঙ্গেও আমার এই পদক্ষেপের কোনো সম্পর্ক ছিল না। আমার মাঠ থেকে বিদায় নেওয়ার ৬/৭ ঘণ্টা পর বিশ্বকাপ দল ঘোষণা করা হয়।-যোগ করেন নাফিস।