ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

হাংজুর আকাশ এই রোদ তো আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আজ শুক্রবার সকালে আকাশ বেশ মেঘলা। সঙ্গে ভোরে ছিল হালকা বৃষ্টি। এজন্য পিচের আশপাশ এবং আউটফিল্ডের কিছু অংশ ঢাকা ছিল। এমন আবহাওয়ায় এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ টসে জিতেছে ভারত। স্বাভাবিকভাবে ফিল্ডিং বেছে নেয় তারা।
বৈরি পরিস্থিতির মধ্যে ব্যাটিং করতে নেমে বিপদে পড়েছে সাইফ হাসানের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত স্কোরবোর্ডে ৪৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
স্থানীয় সময় সকাল নয়টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। বৈরি আবহাওয়ায় টস খানিকটা বিলম্বের পর ম্যাচও মিনিট পনেরো পিছিয়েছে। কিছুটা দেরিতে খেলা শুরু হলেও ম্যাচের দৈর্ঘ্য কমেনি। ম্যাচের সময়ে পরিবর্তনের মতো উইকেটেরও পরিবর্তন হয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ যে পিচে খেলেছিল আজ খেলছে অন্য পিচে। যে পিচে ভারত নেপালের বিপক্ষে দুই শতাধিকের বেশি রান করেছে।

কোয়ার্টার ফাইনালে দুর্বল মালয়েশিয়ার বিপক্ষে ৩ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। আজ অবশ্য শুরুটা হয়েছিল ইতিবাচক। প্রথম চার ওভারে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়ের অবিচ্ছিন্ন জুটিতে আসে ১৮ রান।
ইনিংসের ৫ম ওভারে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। শাই কিশোরের বলে মিড অনে জয়সওয়ালের হাতে ধরা পড়েন জয়। সাজঘরে ফেরার আগে করেছেন ১০ বলে ৫ রান।
বাংলাদেশকে সেমিফাইনালে তোলার অন্যতম নায়ক কাপ্তান সাইফ হাসানও এদিন টিকতে পারলেন না (১)। ব্যর্থ হয়েছেন আরেক তরুণ ব্যাটার জাকির হোসেনও (০)। তিলক বার্মার বলে আউট হওয়ার আগে পারভেজ করেন ৩২ বলে ২৩ রান।
এখন পর্যন্ত পতন হওয়া বাংলাদেশের পাঁচ ব্যাটারের সবাই ক্যাচ আউটের শিকার হয়েছেন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন জাকের আলী (৭) ও মৃত্যুঞ্জয় চৌধুরী (৩)।
এজেড/এফআই