বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের স্মরণীয় মুহূর্ত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মাঠের বাইরের বিভিন্ন সমালোচনা আর দল নিয়ে হাজারো চাপকে উড়িয়ে দিয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় এসেছে ৬ উইকেটে। বল হাতে সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজরা যেমন সাফল্য পেয়েছেন। তেমনি ব্যাট হাতে মিরাজের পাশাপাশি আলো ছড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত।
আফগানিস্তানের সঙ্গে একপেশে এই ম্যাচে বাংলাদেশ জন্ম দিয়েছে দারুণ কিছু মুহূর্তের। একনজরে থাকছে খেলার মোড় ঘুরিয়ে দেওয়া সেসব মুহূর্ত।
নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ভারত মিশনের শুরুটা রাঙাল সাকিব আল হাসানের দল। বল হাতে এদিন দুর্দান্ত জয়ের ভিত গড়ে দিয়েছিলেন সাকিব-মিরাজরা।
শরিফুলের উইকেট, উড়ছেন মিরাজ। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট এমন মুহূর্ত জন্ম দিয়েছে বারবার।
সাকিবের ঘূর্ণি! বাংলাদেশের জয়ের আভাস মিলেছিল যেখান থেকে।
জেএ