মেসির ফেরার দিনে দুঃসংবাদ পেল মায়ামি

কয়েক মাসের ব্যবধানেই মুদ্রার অপর পিঠ দেখে ফেলল আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। লিওনেল মেসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর টানা জয়ের ধারায় ছিল ক্লাবটি। এরপর ভ্রমণক্লান্তি এবং চোট নিয়ে তার অস্বস্তি শুরু হতেই মায়ামি বিপাকে পড়ে যায়। এরপর জয় পেতেও ভুলে যেতে বসেছে ফ্লোরিডার ক্লাবটি। তাদের হয়ে অবশেষে তিনি মাঠে ফিরেছেন বদলি খেলোয়াড় হিসেবে। তবে সিনসিনাটির কাছে ১-০ গোলে হেরে মেজর লিগে মায়ামির প্লে-অফে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে।
আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়াই সব মিলিয়ে চারটি ম্যাচ খেলেছিল মায়ামি। যেখানে তারা কোনো জয়ের দেখা পায়নি। এমএলএস-এ সর্বশেষ তিন ম্যাচে দুই জয় ও একটি ড্র নিয়ে আগেই তাদের প্লে-অফে ওঠা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তবুও হয়তো তারকা ফরোয়ার্ডের হাত ধরে এবারও ভিন্ন কিছুর আশায় ছিল মায়ামি ভক্তরা।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আগের ৬ ম্যাচের ৫টিতেই দলের বাইরে ছিলেন মেসি। যে একটি ম্যাচে খেলেছেন সেটিতেও তিনি মাঠে ছিলেন মাত্র ৩৬ মিনিট। আজ (রোববার) সিনসিনাটির বিপক্ষে ম্যাচের ৫৫ মিনিটে থমাস আভিলেসের বদলি হিসেবে মেসি মাঠে নামলেন। যদিও তখনও স্কোরলাইন গোলশূন্য সমতায় ছিল দু’দলের। এরপর ৭৮ মিনিটে মায়ামি পিছিয়ে পড়ে আলভারো বারেলের গোলে। এরপর আর কোনো দলই জালের দেখা পায়নি। এর মাধ্যমেই চলতি মৌসুমের এমএলএস যাত্রা শেষ করল মায়ামি।

মেসিকে দলে রেখেই দিন কয়েক আগে বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। তখনই বোঝা গিয়েছিল বিশ্বকাপজয়ী অধিনায়ক হয়তো শীগগিরই মাঠে ফিরতে চলেছেন। এদিন চোট কাটিয়ে মাঠে ফিরলেও মেসির খেলায় জড়তা ছিল স্পষ্ট। যে সময়টুকু মাঠে ছিলেন তাতে তার অবদান ছিল দুটি ফ্রি-কিক। ৫৮ মিনিট এবং যোগ করা সময়ের সেই ফ্রি কিকগুলোও সিনসিনাটি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চলে যায়।
আরও পড়ুন
গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মেসিকে না পাওয়ায় মূলত কাল হয়েছে ইন্টার মায়ামির জন্য। মেসির অনুপস্থিতিতে মাত্র ১টি ম্যাচ জিততে সক্ষম হয়েছে তারা। এখনও এমএলএসে দুই ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির, যেখানে তাদের আর কিছুই পাওয়ার নেই। ১৮ অক্টোবর মায়ামি পরের ম্যাচ খেলবে, তবে সেই ম্যাচটি খেলবেন না মেসি। একই দিন পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে আর্জেন্টিনার। সেজন্য তার আগেই এলএমটের বিশ্বচ্যাম্পিয়ন দলটিতে যোগ দেবেন।
এমএলএস-এ ৩২ ম্যাচে ৯ জয়, ৬ ড্র এবং ১৭ হারে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে থাকল ইন্টার মায়ামি। পরের দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট পেলেও তা আর ইন্টার মায়ামির প্লে অফ খেলার জন্য যথেষ্ট হবে না। অবশ্য আন্তর্জাতিক বিরতিতে গিয়ে গত মাসে চোটে না পড়লে পরিস্থিতি অন্যরকম হলেও হতে পারত।
এএইচএস