সুযোগ নষ্ট করল বাংলাদেশ, প্রথমার্ধে সমতা

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলছে। প্রথম লেগের খেলা আজ মালদ্বীপের মালেতে অনুষ্ঠিতে হচ্ছে। যেখানে প্রথমার্ধ শেষে ম্যাচটি গোলশূন্য সমতায় রয়েছে।
দুই দলই গোলের একাধিক সুযোগ পেয়েছিল। সুযোগ পেয়েও ফিনিশিং ব্যর্থতায় প্রথমার্ধে গোল পায়নি দুই দলের কেউ। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিল বাংলাদেশই। ৪০ মিনিটে বক্সের মধ্যে ফাকা জায়গায় ফ্রি ভাবে বল পেয়েও শট পোস্টে রাখতে পারেননি ফয়সাল আহমেদ ফাহিম। ফলে বাংলাদেশ গোল পাওয়া থেকে বঞ্চিত হয়।
বাংলাদেশের আরেক ফরোয়ার্ড রাকিব হোসেনও গোল করার সুযোগ পেয়েছিলেন। তবে রাকিবের সুযোগ অবশ্য ফাহিমের মতো এত সহজ ছিল না। বক্সের সামনে ফ্রি কিকও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
স্বাগতিক মালদ্বীপ প্রথমার্ধে বাংলাদেশের রক্ষণে তেমন আতঙ্ক ছড়াতে পারেনি। গোলরক্ষক মিতুল মারমার আজ অভিষেক হলেও প্রথমার্ধে ভালোই খেলেছেন। মালদ্বীপ প্রথমার্ধের মাঝামাঝি সময়ে বক্সের মাত্র কয়েক গজ সামনে ফ্রি কিক পেয়েছিল। এত সুন্দর জায়গায় ফ্রি কিক পেয়েও বল পোস্টের উপর দিয়ে মেরেছেন মালদ্বীপ ফরোয়ার্ড।
এজেড/এইচজেএস