ওপেনিং নিয়ে চিন্তা বাদ দিতে বললেন শান্ত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের বড় দুশ্চিন্তার নাম টপ-অর্ডার ব্যাটারদের ধারাবাহিকতার অভাব। তারচেয়েও বড় সমস্যা ওপেনিং পজিশন। গত কয়েক ম্যাচ ধরেই এই পজিশনে ব্যাটাররা বলার মতো রান পাচ্ছেন না। লিটন দাস অবশ্য সর্বশেষ ম্যাচে অর্ধশতক করে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে তানজিদ হাসান তামিমকে নিয়ে চিন্তা থেকেই যায়!
এই টাইগার ওপেনার প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ রান করার পর শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন মোটে ১ রান। এরপর থেকে দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের চিন্তার বড় জায়গা ওপেনিং পজিশন। তানজিদ তামিম বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে ভালো করলেও, মূল ম্যাচে খেলার ধরনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অবশ্য এসব চিন্তা করতে নারাজ আরেক টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ম্যাচের আগেরদিন আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এসে জানালেন ওপেনিং নিয়ে চিন্তা-ই বাদ দিয়েছেন তিনি।
চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে শান্ত বলছেন, ‘আমার মনে হয় ওপোনিং নিয়ে চিন্তাই না করি। মানে এই চিন্তাটাই বাদ দিয়ে দেই। আমার কাছে মনে হয় যে যারাই টপ-অর্ডারে ব্যাটিং করছে, সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিয়েই আসছে। দুয়েকটা ভালো ইনিংসই তাদের কনফিডেন্স নিয়ে আসবে বলে আমার মনে হয়। কেউই এখানে রিল্যাক্সে নেই বা দলের জন্য চেষ্টা করছে না– এমন নয়। সবাই চেষ্টা করছে, আশা করছি পরবর্তী ম্যাচ থেকে টপ-অর্ডার থেকেও ভালো স্কোর আসবে।’
এছাড়া আলাদা করে তানজিদ তামিমকে নিয়ে শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয় সে কেবল ৫-৬টা ম্যাচ খেলছে। প্রত্যেকটা প্লেয়ারেরই একটু সময় লাগে, কারও একটু বেশি-কারও একটু কম। তার ওপরও সবার ওই বিশ্বাসটা রাখা উচিৎ। সবাই যেন আমরা তাকে সমর্থন করি। এখানে যারা যে কয়জন প্লেয়ার আসছে, ভালো করার মতো সবাই সামর্থ্যবান। আশা করি সামনের ম্যাচে ভালো কিছুই করবে।’
আগামীকার চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টাইগারদের এই ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস মিলেছে। পরিবর্তন আসতে ওপেনিং ও দলের বোলিং পজিশনে।
এসএইচ/এএইচএস