পরের ‘৬’ ম্যাচেই জিততে পারি: মুস্তাফিজ

বিশ্বকাপের তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় পরাজয়। সাম্প্রতিক সময়ে নিজেদের চেনা প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কাছে টাইগাররা হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। এর আগের ম্যাচে ইংলিশদের কাছে বিধ্বস্ত হলেও এদিন প্রত্যাশা নিয়েই বাংলাদেশের খেলা দেখতে বসেছিলেন ভক্তরা। চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানরা কিছু করে দেখাবেন, এটাই ছিল প্রত্যাশা।
তবে সেই প্রত্যাশার সিকিভাগও পূরণ করা হয়নি। ২৪৬ রানের টার্গেট দিয়ে কিউইদের মাত্র দুই উইকেট নিতে পেরেছে বাংলাদেশের বোলিং ইউনিট। এমন পরাজয়ের পর সামনে কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। খেলতে হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান এখন কোথায় এমন প্রশ্নে মোস্তাফিজ বললেন, ‘কোনো কিছুই অসম্ভব না। আমরা তো ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি। ’
তবে মুখে জেতার কথা বললেও, আদতে মাঠের খেলায় নেই এর প্রভাব। শেষ দুই ম্যাচে ব্যর্থ হয়েছে দলের সব পরিকল্পনা। কী ব্যাটিং, কী বোলিং সবখানেই হতাশা। এমন অবস্থায় দলের ভেতর কি ধরণের আলাপ হচ্ছে তাও জানতে চাওয়া হয়েছিল ফিজের কাছে। উত্তরে তিনি বলেন, ‘আমরা হলো ভালো করার উপায় খুঁজছি। নিজেরা কথাবার্তা বলছিলাম কী করলে ভালো কিছু হবে। ’
পেসারদের নিয়ে বড় প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। উইকেট পাচ্ছেন না তারা। অবশ্য মুস্তাফিজ দাবি করেন শুরুটা ভাল ছিল তাদের, ‘আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো তাহলে আরও সুযোগ থাকতো। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলতো। অন্তত ২৮০ এর মতো হলে ভালো কিছু হতো। ’
পুরো ম্যাচে গোটা পাঁচেক ক্যাচ মিস ছিল। তা নিয়েও কথা বললেন এই টাইগার পেসার, ‘যেটা উইকেট হয়নি, সেটা তো দুর্ভাগ্য বলে লাভ নাই। উইকেট ওরকম ছিল যারা ভালো জায়গায় বোলিং করেছে, তারা সফল হয়েছে। ’
এসএইচ/জেএ