ছবিতে ভারত-পাকিস্তান লড়াই

ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও তাসের ঘরের মতো ভেঙে গেছে মিডল অর্ডার। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান ছাড়া আর কেউই দাঁড়াতেই পারেননি। ছোট পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি বোলাররাও। শাহিন আফ্রিদি-হারিস রউফদের পাড়ার বোলার বানিয়ে ঝড় তুলেছেন রোহিত শর্মা! সবমিলিয়ে বিশ্বকাপের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই জমেনি একটুও। লড়াই তো দূরের কথা, আহমেদাবাদে স্বাগতিকদের কাছে পাত্তাই পেল না পাকিস্তান!
শনিবার (১৪ অক্টোবর) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪২ ওভার ৫ বলে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান এসেছে অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে ৩০ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। স্বাগতিকদের হয়ে ৬৩ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রোহিত।

অবশেষে রানে ফিরলেন বাবর আজম। ভারতের বিপক্ষে ফিফটি পূর্ণ করেই অবশ্য সিরাজের বলে আউট হয়ে গেছেন।

জসপ্রীত বুমরাহর এমন উড়ন্ত ছবি যেন ভারতেরই প্রতিচ্ছবি। পাকিস্তান অলআউট হয়ে গেছে ১৯১ রানে।

বিশ্বরেকর্ড গড়া সেঞ্চুরির পর আরেকটি ফিফটি রোহিত শর্মার। শাহিন আফ্রিদির এমন ম্লান দৃশ্যে ফুটে উঠেছে হারের পথে থাকা পাকিস্তানের প্রতিচ্ছবি!
এইচজেএস