ম্যারাডোনার ‘প্যাশন’ রোনালদোর আছে, মেসির নেই!

মাঠের যতো নৈপুণ্য সব একপাশে রাখলেও দিয়েগো ম্যারাডোনাকে ফুটবলের প্রতি তার ভালোবাসার জন্যেই আর সবার চেয়ে আলাদাভাবে চোখে পড়তো। সে ‘প্যাশন’-এর কিছুটা বর্তমান তারকাদের মধ্যে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোর ভেতরেই আছে, নেই লিওনেল মেসিতে; এমনটাই অভিমত বেনফিকা কোচ হোর্হে জেসাসের।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ম্যারাডোনাকে স্মরণ করতে গিয়ে জেসাস বলেন, ‘ম্যারাডোনা পেলের সঙ্গে যুগ্মভাবে ইতিহাসের সেরা খেলোয়াড়। পেলে এখনো বেঁচে আছেন, তবে দিয়েগো ছিলেন সবার সেরা। খেলোয়াড় হিসেবে দুর্দান্ত ছিলেন, এ কারণেই না কেবল। তিনি সেটা দেখিয়েছেনও, এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
ফুটবলের প্রতি ম্যারাডোনার ভালোবাসা, আবেগকে আলাদা করেই উল্লেখ করলেন জেসাস, ‘দিয়েগো বিশ্বের সেরা ছিলেন। তবে খেলাটার জন্যে আবেগ-ভালোবাসাও দারুন ছিলো তার। তিনি ফুটবলার হওয়ার জন্যেই জন্মেছিলেন। তার সবকিছুই ছিলো। তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে ফুটবলার হননি, ভালোবাসার মাধ্যমে হয়েছেন, ফুটবল পায়ে যখন ছুটতেন তখনই ব্যাপারটা বোঝা যেতো।’
এই ভালোবাসা-আবেগের ব্যাপারটাই নেই মেসির, রোনালদোর অবশ্যে কিছুটা আছে; মত জেসাসের। তিনি বলেন, ‘এখনকার সেরা দুই খেলোয়াড়দের মধ্যে রোনালদোর মাঝে এই ভালোবাসাটা কিছুটা আছে, মেসির আদৌ নেই। মেসি দারুন খেলোয়াড়, তবে আমরা কথা বলছি জীবন, অনুভূতি কি তা নিয়ে, ফুটবলের প্রতি ভালোবাসা-আবেগ নিয়ে। আমি মনে করি, ম্যারাডোনা এক্ষেত্রে আর সবার চেয়ে আলাদা ছিলো।’
এনইউ