অস্ট্রেলিয়াকে পেয়ে রোমাঞ্চিত বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের এই পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে ৬ টি ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। বাংলাদেশের প্রথম ম্যাচই পড়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ নভেম্বর মেলবোর্নে।
অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফুটবলে এশিয়ার প্রতিনিধিত্ব করে। বিশ্বকাপ খেলা দলের সঙ্গে বাংলাদেশ সচারচর খেলার সুযোগ পায় না। তাই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে পেয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেন, 'অস্ট্রেলিয়া বিশ্বকাপে নিয়মিতই অংশ নেয়। এবার তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে। এমন একটি দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতার।'
রাকিবের আগেই অস্ট্রেলিয়া প্রসঙ্গ সংবাদ সম্মেলনে এনেছিলেন বাংলাদেশের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, 'বিশ্বকাপ বাছাই নিশ্চিত হওয়ায় বাংলাদেশের জন্য দারুণ বিষয়। অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ আসছে বাংলাদেশের ফুটবলারদের সামনে।’ অস্ট্রেলিয়ায় অবশ্য বাংলাদেশ এর আগেও খেলেছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছিল। বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচটি ছিল পার্থে।
আগামী মাস থেকেই বিশ্বকাপ বাছাই পর্ব শুরু। যা চলবে দেড় বছরের বেশি সময়। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বিশ্বকাপ বাছাইয়ের পরিকল্পনা সম্পর্কে বলেন, 'সামনের মাসেই অনেক বড় ম্যাচ। তবে এর আগে ঘরোয়া মৌসুম স্বাধীনতা কাপ শুরু হচ্ছে এরপর নভেম্বরে এএফসি কাপ ( বসুন্ধরা কিংসের ম্যাচ ) রয়েছে। সব কিছু সমন্বয় করেই আমরা পরিকল্পনা করব।'
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ লেবানন। এই বছর ব্যাঙ্গালুরু সাফে বাংলাদেশ লেবাননের বিপক্ষে খেলেছিল। বিশ্বকাপ বাছাইয়েও বাংলাদেশের ভালো পারফরম্যান্স বজায় রাখার পরিকল্পনা রাকিবের, 'আমরা আরো কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। সেই সুযোগের সদ্ব্যবহার করতে চাই।’
বসুন্ধরা কিংস থেকে নিষেধাজ্ঞা থাকায় ডিফেন্ডার তপু বর্মণ, গোলরক্ষক আনিসুর রহমান জিকো অস্ট্রেলিয়া ম্যাচে সুযোগ পাবেন না। আজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় সোহেল রানাও মিস করছেন বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ।
এজেড/এইচজেএস