পুনের মাঠে ভয়ের নাম কোহলি

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতার পর আত্মবিশ্বাসী বাংলাদেশ হেরেছে নিজেদের পরের দুই ম্যাচ। ২ পয়েন্ট হাতে নিয়েও রানরেটের কারণে স্বস্তিতে নেই টাইগাররা। বর্তমানে তারা আছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। এর সঙ্গে আছে দল নিয়ে বিভিন্ন তীর্যক সমালোচনা।
বিপরীত এক অবস্থা ভারত দলে। তিন ম্যাচের তিনটিতেই জয় এসেছে ম্যান ইন ব্লুদের। ছন্দে আছেন দলের ব্যাটাররা। তবে, ম্যাচটা যখন পুনেতে তখন বাংলাদেশের বাড়তি চিন্তার নাম ভারতের ব্যাটার বিরাট কোহলি। এই বিশ্বকাপে এরইমাঝে দুটি রেকর্ড করেছেন তিনি। টাইগারদের বিপক্ষে ম্যাচেও ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারেন কোহলি।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলা হয়েছে। যেখানে সবকটিতেই ছিলেন ভারতের বিরাট কোহলি। আর এই সাত ম্যাচে তার পরিসংখ্যান রীতিমত চোখ কপালে তোলার মত। ব্যাটিংবান্ধব এই মাঠে এখন পর্যন্ত ৭ ম্যাচে কোহলি করেছেন ৪৪৮ রান।
৬৪ গড় এবং ৯২ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে এই মাঠে রান করেছেন কোহলি। ৭ ইনিংসের মধ্যে আছে ২ শতক এবং ৩ অর্ধশতক। শুধু মাঠ বাদ দিলেও বাংলাদেশের বিপক্ষে কোহলির রেকর্ডটাও বেশ ভয় ধরানোর মতো। এখন পর্যন্ত টাইগারদের বিপক্ষে তার রেকর্ড বেশ সমৃদ্ধ।
এখন পর্যন্ত ১৫ বার বাংলাদেশের বিপক্ষে ব্যাট করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তাতে ৮০৭ রান করেছেন কোহলি। ৬৭ দশমিক ২৫ গড় এবং ১০১ এর বেশি স্ট্রাইকরেট জানান দিচ্ছে, টাইগারদের বিপক্ষে কতটা সাবলীল তিনি। এছাড়া টাইগারদের বিপক্ষে ৪টি শতক আছে বিরাটের। ২০১১ বিশ্বকাপে ঢাকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও টাইগারদের বিপক্ষে সেঞ্চুরি ছিল কোহলির। পুনের ম্যাচে তাই এই ব্যাটারের দিকে আলাদা করে নজর রাখতেই হবে বাংলাদেশকে।
জেএ